কেনাকাটায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে Amazon!

আসুন এক নজরে দেখে নেওয়া যাক Amazon Summer Sale-এ কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে...

Updated By: Apr 28, 2019, 11:52 AM IST
কেনাকাটায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে Amazon!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: জলের দরে ছোট-বড় নানা ধরনের প্রোডাক্ট কেনার সুযোগ নিয়ে এল জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon। কারণ, ৪ মে থেকে শুরু হচ্ছে Amazon Summer Sale। Amazon-এর এই Summer Sale-এ ক্যামেরা, স্মার্টফোন, ল্যাপটপ, স্পিকার, নানা রকমের ফিটনেস প্রোডাক্ট— আরও অনেক কিছু মিলবে একেবারে জলের দরে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Amazon Summer Sale-এ কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে...

Amazon Summer Sale-এ স্মার্টফোনে মিলবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়! Xiaomi, Samsung, OPPO, Realme, OnePlus, Apple-এর মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন কেনাকাটায় গ্রাহকরা এই ছাড় পাবেন।

Amazon-এর এই Summer Sale-এ ক্যামেরা কিনলে পাওয়া যাবে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়!

বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন, স্মার্ট টিভিতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে এই Summer Sale-এ।

নামী ব্র্যান্ডের ল্যাপটপের কেনাকাটায় পাওয়া যাবে ৩২,০০০ টাকা পর্যন্ত বড় ছাড়ের সুযোগ! এ ছাড়াও, এসি, কুলার বা ফ্রিজের কেনাকাটায় মিলবে বিপুল অঙ্কের ছাড়।

হোম-কিচেন অ্যাপলায়েন্সের কেনাকাটায় ৩৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাওয়া যাবে Amazon-এর এই Summer Sale-এ।

আরও পড়ুন: ব্যক্তিত্ব যাচাইয়ের অ্যাপ নিষিদ্ধ করল ফেসবুক

যাঁরা SBI-এর ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যাবহার করেন, তাঁরা Amazon Summer Sale-এর কেনাকাটায় পেয়ে যাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। ৪ মে থেকে শুরু হয়ে এই Summer Sale চলবে ৭ মে পর্যন্ত। তবে যাঁরা Amazon-এর প্রাইম মেম্বার, তাঁরা ৩ মে থেকেই Summer Sale-এ সস্তায় কেনাকাটা করার সুযোগ পাবেন।

.