আজ থেকেই ভারতে পাওয়া যাবে আইফোন SE !
আপনি আই ফোনের ভক্ত? তাহলে আজ আপনার জন্য রয়েছে খুব বড় সুখবর। কারণ, আজই অ্যাপল আইফোন SE লঞ্চ করল ভারতে। গত মাসেই অ্যাপেল আইফোন SE বাজারে প্রথম আসে। কিন্তু, আমাদের দেশে এই ফোন পাওয়া যাবে আজ থেকে।
ওয়েব ডেস্ক : আপনি আই ফোনের ভক্ত? তাহলে আজ আপনার জন্য রয়েছে খুব বড় সুখবর। কারণ, আজই অ্যাপল আইফোন SE লঞ্চ করল ভারতে। গত মাসেই অ্যাপেল আইফোন SE বাজারে প্রথম আসে। কিন্তু, আমাদের দেশে এই ফোন পাওয়া যাবে আজ থেকে।
ভারতে এই আই ফোনের দাম অ্যাপল ঠিক করেছে ৩৯ হাজার টাকা। আইফোন SE-র ডিস্ট্রিবিউশন ভারতে করবে বিটেল টেলিটেক এবং রেডিংটন। এই ফোনটির স্ক্রিন ৪ ইঞ্চি। রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। স্টেইনলেস স্টিলের দুর্দান্ত কাঠামো আর দারুণ রঙ। এর আগের আইফোনগুলোর থেকে আইফোন SE-র দাম বেশ বেশি। আইফোন 5S -এর দাম ছিল ২৫ হাজার টাকা। আর আইফোন 6-এর দাম ছিল ৩২ হাজার টাকা। কিন্তু আইফোন SE-র দাম শুরুই হয়েছে ৩৯ হাজার টাকা থেকে। তবু, ডিস্ট্রিবিউটারদের আশা, শুরুতেই বাজারের দখল নিয়ে নেবে আইফোন SE।