ওয়েব ডেস্ক : BSNL গ্রাহকদের জন্য দুঃসংবাদ। BSNL-এর বিরুদ্ধে ট্রাইয়ের কাছে আবেদন জমা পড়েছে। আবেদন করেছে দ্যা সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা (COAI)। তাদের দাবি অবিলম্বে বন্ধ করতে হবে BSNL-এর অ্যাপ ভিত্তিক কলিং সার্ভিস। আর সেই জন্য প্রয়োজনীয় হস্তক্ষেপ করুক ট্রাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন এই পরিষেবায় গ্রাহকরা তাঁদের স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে BSNL ব্রডব্যান্ডের সঙ্গে কানেক্টের মাধ্যমে কল করতে ও রিসিভ করতে পারবেন। এরসঙ্গে মোবাইল সার্ভিস বা হ্যান্ডসেটের সিমের কোনও যোগ থাকবে না। COAI-এর বক্তব্য, এভাবে অ্যাপের মাধ্যমে কলিংয়ের কোনও ছাড়পত্র নেই। এবং এটা 'ইন্টারনেট টেলিফোনি'ও নয়। এরফলে অন্য টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলি ক্ষতিগ্রস্ত হবে।


আরও পড়ুন, এয়ারটেল ও ভোডাফোনে আর এই সুবিধা থাকছে না!