বাস অথবা ট্রেনে করে অন্য রাজ্য থেকে কলকাতায় এলে তার rt-pcr টেস্ট বাধ্যতামূলক।
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর covid মোকাবিলা করাই তার প্রথম কাজ বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নবান্নে প্রবেশ করার পরই তিনি কোভিড নিয়ে জরুরি বৈঠক করবেন। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নতুন করে গাইডলাইন জারি করলেন রাজ্যে। তিনি বলেন, 'এবার আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই বলে প্রথমেই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী'।
পাশাপাশি রাজ্যে বহু হাসপাতালে বেড বাড়ানোর কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যে ২৭,০০০ কোভিড বেড রয়েছে। তিনি বার বার করে জনস্বার্থে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.