হাতে কান, কান দিয়ে হবে Wi-Fi

হাতে তার কান। নিজের দুটি আছে তবুও আরও একটি চাই। তাই অস্ট্রেলিয়ান পারফরমেন্স আর্টিস্ট প্রফেসর স্টেলার্ক হাতে লাগিয়ে নিয়েছেন রোবোটিক আর্ম। সম্পূর্ণ কম্পিউটারে নিয়ন্ত্রিত হবে তাঁর এই রোবোটিক আর্ম সহ কানও। এখন তিনি চাইছেন এই হাতে ইন্টারনেট ব্যবহার করতে।

Updated By: Aug 17, 2015, 07:40 PM IST
হাতে কান, কান দিয়ে হবে Wi-Fi
Photograph: Nina Sellars/AFP

ওয়েব ডেস্ক: হাতে তার কান। নিজের দুটি আছে তবুও আরও একটি চাই। তাই অস্ট্রেলিয়ান পারফরমেন্স আর্টিস্ট প্রফেসর স্টেলার্ক হাতে লাগিয়ে নিয়েছেন রোবোটিক আর্ম। সম্পূর্ণ কম্পিউটারে নিয়ন্ত্রিত হবে তাঁর এই রোবোটিক আর্ম সহ কানও। এখন তিনি চাইছেন এই হাতে ইন্টারনেট ব্যবহার করতে।

৯ বছর আগে অপারেশন করে বায়ো পলিমার কৃত্রিম কান বসান স্টেলার্ক। নিজের রক্ত ও মাংসে ধীরে ধীরে বেড়ে ওঠে তার তৃতীয় কান। এখন এই কানকে থ্রিডি রূপ দিয়ে Wi-Fi স্থাপন করতে চান। তারসঙ্গে লাগানো থাকবে জিপিএস ট্রাকার।

১৯৯৬ তে তাঁর মাথায় এমন 'অদ্ভুত' ভাবনা আসে। তিনি ডাক্তারদের জানান তাঁর ভাবনার কথা। এরপর বাস্তবরূপ দেওয়ার জন্য ডাক্তারদের তৈরি হয় এক স্পেশাল দল। এই রোবোটিক হাতে মাইক্রোফোনও ব্যবহার করেছিলেন। কিন্তু ইনফেকশন হওয়ার কারনে অপারেশন করে বাদ দেওয়া হয় মাইক্রোফোনকে। 

.