ধীরে ধীরে ইন্টারনেটকে খেয়ে ফেলছে ফেসবুক

ইন্টারনেটকে ধীরে ধীরে খেয়ে ফেলছে ফেসবুক। এককথায় সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র অধিপতি হওয়ার পর এবার গোটা ইন্টারনেট সাম্রাজ্যটাই কবজা করার পথে ফেসবুকে। সাম্প্রতিক এক ইন্টারভিউতে মার্ক জুকেরবার্গ এমন ইঙ্গিত দিয়েছেন।

Updated By: Apr 12, 2016, 07:14 PM IST
ধীরে ধীরে ইন্টারনেটকে খেয়ে ফেলছে ফেসবুক

ওয়েব ডেস্ক : ইন্টারনেটকে ধীরে ধীরে খেয়ে ফেলছে ফেসবুক। এককথায় সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র অধিপতি হওয়ার পর এবার গোটা ইন্টারনেট সাম্রাজ্যটাই কবজা করার পথে ফেসবুকে। সাম্প্রতিক এক ইন্টারভিউতে মার্ক জুকেরবার্গ এমন ইঙ্গিত দিয়েছেন।

মেসেঞ্জার সার্ভিস, ভিডিও চ্যাটের পর সম্প্রতি ফেসবুক বাজারে নিয়ে এসেছে লাইভ ভিডিও। আর এর ফলেই চাপে পড়ে গেছে পেরিস্কোপ, মীরকাটের মত অন্যান্য ভিডিও স্ট্রিমিং সংস্থাগুলি। এক সাক্ষাতকারে জুকেরবার্গকে জিজ্ঞেস করা হয়, ফেসবুক লাইভ ভিডিও কোথায় অন্যদের থেকে আলাদা? উত্তরে তিনি একটাই কথা বলেন, “ফেসবুকের অডিয়েন্স আছে। প্রতিযোগীদের তা নেই।”

.