Facebook: সংকটে ফেসবুক! চাকরি হারাতে পারেন ১২ হাজার কর্মী!

 সম্প্রতি তাঁর সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জুকেরবার্ক। ফোর্বস-র ধনীর তালিকায় তিনি এখন নীচে নেমে ২২ নম্বরে। তার পর থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক

Updated By: Oct 6, 2022, 09:30 PM IST
Facebook: সংকটে ফেসবুক! চাকরি হারাতে পারেন ১২ হাজার কর্মী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফেসবুক কর্মীরা। ২০০৪ সালে সোশ্যাল মিডিয়া বাজারে আসার পর এতবড় ধাক্কা আসেনি মার্ক জুকেরবার্কের কোম্পানিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেসবুক ছেড়ে চলে গিয়েছেন কমপক্ষে ১৪ লাখ মানুষ। সেই ধাক্কা আসতে চলেছে এবার ফেসবুক কর্মীদের উপরে। জানা যাচ্ছে কমপক্ষে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ফেসবুক। 

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

এক বছর আগেই মার্ক জুকেরবার্ক ঘোষণা করেছিলেন মেটাভার্স তৈরি করতে ১০ হাজার জনের চাকরি হবে। উল্টে মেটা-র কর্মীসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি এক সপ্তাহে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জুকেরবার্ক। ফোর্বস-র ধনীর তালিকায় তিনি এখন নীচে নেমে ২২ নম্বরে। তার পর থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্যফাঁস সহ একাধিক কারণে ফেসবুককে দিতে হয়েছে ৬ মিলিয়ন ডলার জরিমানা। পাশাপাশি কোম্পানির গ্রহনযোগ্যতা নেমে যায়। 

টিকটকের কাছে ধাক্কা খেয়েছে ইনস্টাগ্রাম। এমনকি কিছু ফিচার প্রত্যাহার করতে বাধ্যও হয় ফেসবুক। প্রায় ১০ বিলিয়ন ডলায় বিজ্ঞাপনও হারাতে পারে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট সূত্রে খবর, বছর শেষে কোম্পানির কর্মক্ষমতার ভিত্তিতে ১৫ শতাংশ কর্মীকে ছেড়ে দেওয়া হতে পারে। 

সম্প্রতি কোম্পানির কর্মীদের সঙ্গে এক বৈঠকে জুকেরবার্ক মন্তব্য করেছেন, 'আশা করেছিলাম আর্থিক পরিস্থিতি খানিকটা সুস্থির হয়ে যাবে। কিন্তু তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আমাদের কিছু পরিকল্পনা নিতে হবে।' জুকেরবার্কের ওই মন্তব্যেও কোনও কড়া পদক্ষেপের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.