আকর্ষণীয় লুক আর ফিচারে সামনে এল ফোল্ডেবল স্মার্টফোন samsung Galaxy Z Flip!

 আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচারগুলি সম্পর্কে.......  

Edited By: সুদীপ দে | Updated By: Feb 20, 2020, 01:26 PM IST
আকর্ষণীয় লুক আর ফিচারে সামনে এল ফোল্ডেবল স্মার্টফোন samsung Galaxy Z Flip!

নিজস্ব প্রতিবেদন: টেকস্যাভিদের সমস্ত  কৌতূহলের অবসান ঘটিয়ে বাজারে আসছে  samsung Galaxy Z Flip। গত বছর থেকেই এই ফোন নিয়ে চলছে নানা রকমের শোরগোল, সব জল্পনায় ইতি টেনে শীঘ্রই আসতে চলেছে samsung-এর  দ্বিতীয় ফোল্ডেবে ল ফোন।যার দাম samsung galaxy fold এবং moto razr এর থেকে কম।এক নজরে দেখে নিন   samsung galaxy Z fold- এর স্পেসিফিকেশন আর নতুন দাম...

    samsung galaxy Z fold-এর  স্পেসিফিকেশন:

১) এই ফোনে রয়েছে ৭ এনএম অক্টা কোর প্রসেসর। 

২) ৬.৭ ইঞ্চি ফুল এইচডি আমোলেড ডিসপ্লে আছে এই ফোনে।এছাড়াও স্ক্রিনের উপরে রয়েছে প্লাস্টিক প্রোটেকশনের সুবিধা।

৩)এই ফোনে ৮ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

৪) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

৫)samsung galaxy fold-এ ৩৩০০ এমএএইচ  এর একটি ব্য়াটারি ব্যবহার করা হয়েছে।

৬) তিনটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।এছাড়াও ফোনের স্ক্রিনে কোন ধুলো পড়লে তা পরিষ্কার করার সুবিধাও রয়েছে এতে।

   আরও পড়ুন: ভারতের বাজার মাতাতে দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির MG Motor

৭) রয়েছে ওয়ারলেস চার্জিং -এর সুবিধা এবং ই সিম সাপোর্টের সুবিধা রয়েছে। 

৮) ফোনটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য় পাওয়া যায়নি।

.