JioFi এখন মাত্র ৪৯৯ টাকায়! জেনে নিন কী ভাবে পাবেন

এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেই এর দাম এক ধাক্কায় ১০০০ টাকা কমিয়েছিল সংস্থা। JioFi-এর দাম তখন ১৯৯৯ টাকা থেকে কমে ৯৯৯ টাকা হয়েছিল।

Updated By: Jul 4, 2018, 06:13 PM IST
JioFi এখন মাত্র ৪৯৯ টাকায়! জেনে নিন কী ভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদন: ফের দুর্দান্ত অফার ঘোষণা করল Jio। নতুন JioFi ডিভাইসে ৫০০ টাকা ক্যাশব্যাক দেবে সংস্থা। জানা গিয়েছে, Jio-র পোর্টেবেল রাউটারের বিক্রিতে গতি আনতে নতুন এই অফার লঞ্চ করল সংস্থা। অর্থাৎ, এখন মাত্র ৪৯৯ টাকায় নতুন JioFi ডিভাইস কিনতে পারবেন গ্রাহকরা। মঙ্গলবার, ৩ জুলাই থেকেই এই অফার চালু হয়ে গিয়েছে। Jio Store ছাড়া Amazon, Flipkart-এর মতো ই কমার্স সাইট থেকেও গ্রাহকরা JioFi কিনতে পারবেন নতুন দামে।

এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেই এর দাম এক ধাক্কায় ১০০০ টাকা কমিয়েছিল সংস্থা। JioFi-এর দাম তখন ১৯৯৯ টাকা থেকে কমে ৯৯৯ টাকা হয়েছিল।

আরও পড়ুন: চালু হল WhatsApp-এর নতুন ফিচার! বাড়ল গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা

নতুন এই অফারের সুযোগ পেতে হলে নতুন একটি JioFi ডিভাই কেনার সঙ্গে সঙ্গেই নতুন একটি পোস্টপেড সিম নিতে হবে গ্রাহকদের। অর্থাৎ, নতুন Jio পোস্টপেড প্ল্যানের হাত ধরেই এই বিশেষ অফারের সুযোগ পাবেন গ্রাহকরা। এর পর গ্রাহকদের অন্তত ১৯৯ টাকার প্ল্যান ১২ মাসের জন্য চালাতে হবে। ৫০০ টাকার ক্যশব্যাক পরের বিলেই অ্যাডজাস্ট করে দেওয়া হবে।

Jio-র ১৯৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

এই প্ল্যানে মাসে ২৫ জিবি ডেটার সঙ্গে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং ও SMS-এর সুবিধা। এরই সঙ্গে গ্রাহকদের সংস্থার প্রিমিয়াম সাবস্ক্রিপশানের সুবিধাও দেওয়া হবে।

.