আদরের টেডি বিয়ার টিভির রিমোটে বদলে যাওয়ার পথে, সৌজন্যে গুগল
আপনার বাড়িতে আদরের টেডি বিয়ারটি এবার আপনার টিভির রিমোট হিসেবেও কাজ করবে! অন্তত গুগল আপাতত সেই চেষ্টাতেই মত্ত। করা হয়েছে এই ভাবনার পেটেন্টের আবেদনও।
ওয়েব ডেস্ক: আপনার বাড়িতে আদরের টেডি বিয়ারটি এবার আপনার টিভির রিমোট হিসেবেও কাজ করবে! অন্তত গুগল আপাতত সেই চেষ্টাতেই মত্ত। করা হয়েছে এই ভাবনার পেটেন্টের আবেদনও।
এই টেডি বিয়ারগুলিতে এমন সেন্সর থাকবে যার সাহায্যে এ'গুলির মাধ্যমে বাড়ির মধ্যে মিডিয়া ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করা যাবে। এই পুতুলগুলির থাকবে কোনও মুভমেন্ট অথবা শব্দ সনাক্ত করার ক্ষমতা। ইউসারের দিকে এই সফট টয়গুলির মাথা ঘুরিয়ে দিলেই, ইউসাররা আদেশ দিতে পারবে পুতুলগুলিকে।
গুগলের এই রিমোট তথা টেডি বিয়ারের সত্ত্ব দাবি বিষয়টিকে কিঞ্চিৎ অন্য মাত্রা দিয়েছে। ''বিভিন্ন ভাবনার জন্য আমাদের পেটেন্ট আছে- কিছু ভাবনা বাস্তব পণ্যের আকার নিয়েছে, কিছু ভাবনার স্তরেই আবদ্ধ রয়েছে।''- মার্কিনি এই সংস্থাটির পক্ষ থেকে ই-মেল বিবৃতিতে জানানো হয়েছে।
অন্তর্জালের দুনিয়ার বাইরের পৃথিবীতেও গুগলের রাজত্ব কায়েমের চেষ্টা নতুন নয়। পুতুলরাও সেই তালিকা থেকে বাদ নয়। তবে হঠাৎ হঠাৎ নিজেদের প্রিয় টেডি বিয়ার পটাপট মাথা গুরিয়ে টিভির রিমোটে বদলে যাওয়া শিশুরা কতটা ভালভাবে নেবে জানা নেই। জানা এই এই ভাবনা 'কুল' না 'ক্রিপি'। ইউসাররাই শেষ সিদ্ধান্তটা নেবেন...