সাধ্যের মধ্যেই iPhone! শীঘ্রই কম দামের মডেল আনতে চলেছে Apple

আগামী বছরের শুরুতেই Apple কম দামে আইফোন আনতে চলেছে। সেই নতুন মডেলের নাম হবে iPhone SE 2।

Edited By: সুদীপ দে | Updated By: Oct 15, 2019, 01:28 PM IST
সাধ্যের মধ্যেই iPhone! শীঘ্রই কম দামের মডেল আনতে চলেছে Apple

নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন টেক পোর্টাল সূত্রে খবর, সীমিত বাজেটের ফোন আনার পরিকল্পনা করছে Apple। আগামী বছরের শুরুতেই Apple কম দামে আইফোন আনতে চলেছে। সেই নতুন মডেলের নাম হবে iPhone SE 2। যদিও সেই মডেলের বিষয়ে এখনও বেশি কিছু জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ৩৯৯ মার্কিন ডলারের মধ্যেই দাম রাখা হবে iPhone SE 2-এর। অর্থাত্ ভারতীয় মুদ্রায় ২৮,৪০০ টাকা। তবে ভারতে এলে দাম আরও প্রায় ৫,০০০ টাকা বাড়তে পারে। তা হলেও এই দামে Apple iPhone লঞ্চ করলে তা যে One Plus, Samsung, Asus, Xiaomi-এর একই দামের স্মার্টফোনগুলির বাজারে বড়সড় থাবা বসাবে তা বলাই বাহুল্য।

সেই সঙ্গে কোনও কোনও টেক পোর্টালেও প্রকাশিত হয়েছে iPhone SE 2-এর সম্ভাব্য স্পেসিফিকেশন। ওয়াকিবহাল মহলের মতে iPhone 11-এর A13 প্রসেসরই থাকবে iPhone SE 2-তে। সেই সঙ্গে থাকতে পারে ৩ জিবি LPDDR4X RAM। তবে ডিজাইনের ক্ষেত্রে থাকবে কিছু লক্ষ্যণীয় বদল। জানা যাচ্ছে, বাজেট আইফোন iPhone 11-এর তুলনায় একটু কার্ভি হবে। ডিজাইনের দিক থেকে কিছুটা iPhone 8-এর মতো দেখতে হতে পারে iPhone 11। তবে স্ক্রিন সাইজ iPhone 11-এর সমান হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM! আজ প্রকাশ্যে আসছে Realme X2 Pro

সেপ্টেম্বরেই বাজারে এসেছে iPhone 11। নতুন iPhone-এর তিনটি ভার্সানই দামের দিক দিয়ে যথেষ্টই প্রিমিয়াম। এদিকে স্পেসিফিকেশনের দিক থেকে প্রায় কাছাকাছি থাকা OnePlus, Samsung একই বা সমান দামে নিত্যনতুন প্রযুক্তিসহ স্মার্টফোন আনছে। সেই প্রতিযোগিতায় যেন ক্রমশই পিছিয়ে পড়ছে Apple। আর হয়তো সেই জন্যই কম দামে ফোন এনে ক্রেতা আকর্ষণ করার পথে এগোচ্ছে সংস্থা।

.