নিজস্ব প্রতিবেদন : ওয়েবসাইট থেকে পছন্দ করবেন পছন্দের মডেল। তার পর আপনার নিকটবর্তী ডিলার বেছে নেবেন। বুকিং অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে এর পর। সঙ্গে লাগবে মাত্র ৩৪৯ টাকা। ব্যস, পছন্দের মোটরসাইকেল চলে আসবে আপনার বাড়িতে। আপনাকে আর কষ্ট করে শোরুম-এ যেতে হবে না। সবটাই হবে অনলাইন। হোম ডেলিভারিতে এবার পেয়ে যেতে পারেন বাইক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সূর্যের আলোতেই চার্জ হবে ব্যাটারি, নতুন স্মার্টফোন বানাচ্ছে Xiaomi


Hero MotoCorp এক অসাধারণ উদ্যোগ নিতে চলেছে। ইন্ডাস্ট্রিতে এমন উদ্যোগ এর আগে কোনও সংস্থা নেয়নি। Hero-র যে কোনও মডেল গ্রাহক হোম ডেলিভারিত পেতে পারেন। তার জন্য অতিরিক্ত দিতে হবে মাত্র ৩৪৯ টাকা। আপাতত বেঙ্গালুরু, নয়ডা ও মুম্বইতে চালু হয়েছে এই পরিষেবা। Hero MotoCorp -এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাস কয়েকের মধ্যে দেশের ২৫টি শহরে এই পরিষেবা চালু করবে তারা।


আরও পড়ুন-  বিনামূল্যে Amazon Prime, Netflix-এর মতো ভিডিয়ো স্ট্রিমিংয়ের পরিষেবা দেবে Flipkart


Hero MotoCorp-এর এমন উদ্যোগ কাস্টমার সার্ভিসে নতুন দিশা খুলে দেবে বলে মনে করছেন অনেকে। সেইসঙ্গে এমন অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। মোটরসাইকেল হোক বা স্কুটার, দুই ক্ষেত্রেই হোম ডেলিভারির পরিষেবা রাখবে হিরো। www.HGPmart.com ওয়েবাসাইট থেকে নিজেদের পছন্দের মডেল বেছে নিতে পারবেন গ্রাহকরা।