চ্যালেঞ্জ জানাতে বাজারে খুব শীঘ্রই আসছে আইডিয়া ফোর জি

স্যার'জির 'আইডিয়া' একটু দেরিতে এলেও সুখবর আদিত্য বিড়লা গ্রুপ আনতে চলেছে আইডিয়া ফোর জি। বুধবার আইডিয়া সেলুলারের তরফ থেকে জানানো হয়, দশটি সার্কেলে ৭৫০ টি শহরে ফোর জি নেটওয়ার্ক আনা হবে। কিন্তু মহানগর কী থাকছে আইডিয়া ফোর জি নেটওয়ার্কে!

Updated By: Oct 22, 2015, 11:13 AM IST
চ্যালেঞ্জ জানাতে বাজারে খুব শীঘ্রই আসছে আইডিয়া ফোর জি

ওয়েব ডেস্ক: স্যার'জির 'আইডিয়া' একটু দেরিতে এলেও সুখবর আদিত্য বিড়লা গ্রুপ আনতে চলেছে আইডিয়া ফোর জি। বুধবার আইডিয়া সেলুলারের তরফ থেকে জানানো হয়, দশটি সার্কেলে ৭৫০ টি শহরে ফোর জি নেটওয়ার্ক আনা হবে। কিন্তু মহানগর কী থাকছে আইডিয়া ফোর জি নেটওয়ার্কে!

কলকাতা আইডিয়া ফোর জি নেটওয়ার্ক থাকবে কী সে খবর এখনও পাওয়া যায় নি। তবে ২০১৬-র মধ্যে  ৭৫০টি ছোটো বড় শহরগুলি ফোর জি নেটওয়ার্ক আওতায় পড়বে।

ভারতী এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স জিও ইনফোকমের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ১০ টি সার্কেলে ফোর জি নেটওয়ার্ক বিস্তৃত থাকবে। সার্কেলগুলি হল মহারাষ্ট্র ও গোয়া, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়, কেরালা, পঞ্জাব এবং হরিয়ানা, কর্ণাটকের ৪ জায়গায়, ওড়িশা, তামিলনাড়ু ও উত্তর-পূর্ব ভারতে বেশি কিছু জায়গায়।

.