ইন্টারনেট ব্যবহারে ভারতের মেয়েরা এতটা পিছিয়ে!
ভারতবর্ষে প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন মহিলা ইন্টারনেট ব্যবহার করে। মহিলাদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবার টাটা ট্রাষ্টের সঙ্গে গুগল জোটবদ্ধ হয়ে ইন্টারনেট সাথী প্রোগ্রাম শুরু করল পশ্চিমবঙ্গে। রাজস্থানে গতবছর এই প্রোগ্রাম শুরু হয়। আর এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় সেই প্রোগ্রাম শুরু হল। মহুলাদের ইন্টারেনেটে প্রশিক্ষন দিয়ে তাদের একটি গ্রুপ তৈরি করা হচ্ছে।
![ইন্টারনেট ব্যবহারে ভারতের মেয়েরা এতটা পিছিয়ে! ইন্টারনেট ব্যবহারে ভারতের মেয়েরা এতটা পিছিয়ে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/08/57269-int.gif)
ওয়েব ডেস্ক: ভারতবর্ষে প্রতি ১০ জনের মধ্যে মাত্র একজন মহিলা ইন্টারনেট ব্যবহার করে। মহিলাদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবার টাটা ট্রাষ্টের সঙ্গে গুগল জোটবদ্ধ হয়ে ইন্টারনেট সাথী প্রোগ্রাম শুরু করল পশ্চিমবঙ্গে। রাজস্থানে গতবছর এই প্রোগ্রাম শুরু হয়। আর এবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় সেই প্রোগ্রাম শুরু হল। মহুলাদের ইন্টারেনেটে প্রশিক্ষন দিয়ে তাদের একটি গ্রুপ তৈরি করা হচ্ছে।
গ্রুপের সদস্যদের ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন দেওয়া হচ্ছে। তার সাহায্যে প্রশিক্ষিত সদস্যরা বাকিদের ইন্টারনেট ব্যবহার শেখাবেন। আগামী বছরের মধ্যে এই রাজ্যের ১০ হাজার মহিলাকে প্রশিক্ষিত করার লক্ষমাত্রা স্থির করা হয়েছে।