গতিতে পরাজিত ভারত! ইন্টারনেট স্পিডে ১৯ ধাপ এগিয়ে পাকিস্তান

স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সমীক্ষা অনুযায়ী, নভেম্বরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ডাউনলোড স্পিড ৬২.৬৬ মেগাবাইট প্রতি সেকেন্ড। চিন রয়েছে ৩১ নম্বরে। ২৬.৩২ এমবিএস ডাউনলোড স্পিডে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৪৪ নম্বর স্থানে।

Updated By: Dec 20, 2017, 04:57 PM IST
গতিতে পরাজিত ভারত! ইন্টারনেট স্পিডে ১৯ ধাপ এগিয়ে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে 'জনবহুল দেশগুলির' মধ্যে ইন্টারনেট স্পিডে এক নম্বরে পাকিস্তান! হ্যাঁ এমনটাই দাবি পাক সংবাদমাধ্যমের। গ্লোবাল স্পিডটেস্টের রিপোর্ট উল্লেখ করে জানানো হয়েছে, ২০১৭-তে সবচেয়ে দ্রুততম ইন্টারনেট স্পিড উপভোগ করেছে পাকিস্তান। গত এক বছরে দেশে ইন্টারনেট স্পিড ৫৬ শতাংশ পর্যন্ত  বেড়েছে বলে দাবি পাকিস্তানের। ভারত সেই তুলনায় অনেক নীচে রয়েছে।

আরও পড়ুন- বড়দিনে বড় ধামাকা জিও'র! রিচার্জ করলেই তিন গুণ ক্যাশব্যাক

স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সমীক্ষা অনুযায়ী, নভেম্বরে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ডাউনলোড স্পিড ৬২.৬৬ মেগাবাইট প্রতি সেকেন্ড। চিন রয়েছে ৩১ নম্বরে। ২৬.৩২ এমবিএস ডাউনলোড স্পিডে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৪৪ নম্বর স্থানে। পাকিস্তান সেই নিরিখে আছে ৮৯ নম্বরে। ইন্টারনেট স্পিড ১৩.০৮ এমবিএস। পাকিস্তান থেকে আরও ১৯ নম্বর পিছিয়ে ভারত। মাত্র ৮.৮০ এমবিএস ডাউনলোড স্পিড ভারতের।

আরও পড়ুন- ভারতের বাজারে সব থেকে দ্রুতগামী ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করল ওকিনাওয়া

ব্রডব্যান্ড স্পিডের ক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত। স্পিডটেস্ট সূত্রে খবর, ১৮.৮২ এমবিএস স্পিডে ইন্টারনেট রয়েছে ভারতের। সেখানে পাকিস্তানের ব্রডব্যান্ডের স্পিড ৬.১৩ এমবিএস। 

.