'জিও গ্রাহক' বাড়াতে এটাই করছে রিলায়েন্স

'জিও চ্যাটে' (অ্যাপ), 'ফ্রেন্ড ইনভাইট' করলেই সুযোগ থাকছে সিনেমার টিকিট জেতার। সুযোগ থাকছে JioFi 4G পার্সোনাল হটস্পট, JioFi ডিভাইস জেতারও। নিজেদের গ্রাহক বাড়াতে এই পদ্ধতিই অবলম্বন করেছে রিলায়েন্স টেলিকম। আরও পড়ুন- ২৪ টাকায় ৩০ দিন ইন্টারনেট 

Updated By: Dec 2, 2016, 01:24 PM IST
'জিও গ্রাহক' বাড়াতে এটাই করছে রিলায়েন্স

ওয়েব ডেস্ক: 'জিও চ্যাটে' (অ্যাপ), 'ফ্রেন্ড ইনভাইট' করলেই সুযোগ থাকছে সিনেমার টিকিট জেতার। সুযোগ থাকছে JioFi 4G পার্সোনাল হটস্পট, JioFi ডিভাইস জেতারও। নিজেদের গ্রাহক বাড়াতে এই পদ্ধতিই অবলম্বন করেছে রিলায়েন্স টেলিকম। আরও পড়ুন- ২৪ টাকায় ৩০ দিন ইন্টারনেট 

      

মার্কেটে আসছে জিও সিম, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিম ব্যবহারকারী গ্রাহকের জন্য সব কিছু একেবারে বিনামূল্যে। যত খুশি ডেটা ব্যবহার, ডাউনলোড। এই খবর ভারতের টেলিকম দুনিয়ায় যেন বিল্পব নিয়ে এল। ১ ডিসেম্বর ওয়েলকাম অফারের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন মুকেশ আম্বানি। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই অফার। যত সংখ্যক গ্রাহক জিও'র আছে তা আরও বাড়াতেই এই অফার নিয়ে এসেছে রিলায়েন্স। একদিকে সিনেমার টিকিট, JioFi 4G পার্সোনাল হটস্পট, JioFi ডিভাইস জেতার সুযোগ অন্যদিকে নতুন বছরের প্রথম ৯০ দিন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ, গোটা ভারতের টেলিকম বাজারকে হাতের মুঠোয় করে নিতে এই পদ্ধতিই নিয়েছে রিলায়েন্স টেলিকম। 

.