মঙ্গলযান সাফল্যের বর্ষপূর্তি

আজ থেকে ঠিক এক বছর আগে দেশের মহাকাশবিজ্ঞানে এসেছিল সেই মহাসাফল্য। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মঙ্গলের কক্ষপথে অনুসন্ধানী উপগ্রহ পাঠানোর অভিযানে সফল হয়েছিল ভারত। প্রথম বারের চেষ্টাতেই লালগ্রহে মঙ্গলযানকে পৌঁছে দিয়ে চমকে দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

Updated By: Sep 24, 2015, 02:56 PM IST
মঙ্গলযান সাফল্যের বর্ষপূর্তি

ওয়েব ডেস্ক: আজ থেকে ঠিক এক বছর আগে দেশের মহাকাশবিজ্ঞানে এসেছিল সেই মহাসাফল্য। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মঙ্গলের কক্ষপথে অনুসন্ধানী উপগ্রহ পাঠানোর অভিযানে সফল হয়েছিল ভারত। প্রথম বারের চেষ্টাতেই লালগ্রহে মঙ্গলযানকে পৌঁছে দিয়ে চমকে দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

২০১৩ সালের নভেম্বরে যাত্রা শুরু করে প্রায় ১১ মাস ধরে দীর্ঘ পথ পেরিয়ে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে পৌঁছয় মঙ্গলযান। প্রসঙ্গত, ইসরোর আগে কোনও সংস্থা বা দেশই প্রথম বার মঙ্গল অভিযানে সাফল্য পায়নি। টাইম ম্যাগাজিনের বর্ষসেরা আবিষ্কারের তালিকায় ঠাঁই পেয়েছিল ভারতের মঙ্গলযান।

আজ থেকে এক বছর আগে মঙ্গলযান যখন কক্ষপথে প্রবেশ করতে চলেছে, তখন গোটা দেশ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিল। বেঙ্গালুরুতে ইসরোর অফিসে বিজ্ঞানীদের সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেছিল সাফল্য। মোদী সেদিন বলে ছিলেন, দেশের বিজ্ঞানীরা ‘প্রায় অসম্ভবকে’ সম্ভব করে ফেলেছে। বর্ষপূর্তির দিনে ইসরো বিজ্ঞানীদের মধ্যে খুশির রেশ।

মঙ্গল অভিযানে মোট খরচ হয়েছিল মাত্র ৪০০ কোটি টাকা। সেখানে মহাকাশযাত্রার ওপর তৈরি হওয়া হলিউড সিনেমা গ্র্যাভিটি তৈরি করতে খরচ হয়েছিল ১০০ মিলিয়ন ডলার।

.