ওয়েব ডেস্ক: সবই তো ফ্রি। ফোন কল, ডেটা ব্যবহার, ভিডিও কল, ম্যাসেজ, সব ফ্রি। অন্তত ৩১ ডিসেম্বর পর্যন্ত তো বটেই। এমনকি এও শোনা গিয়েছে আগামী বছরও চলবে এই অফার। রিলায়েন্সের ওয়েলকাম অফারে খালি সিমটাই সংগ্রহ করতে হবে যা, একবার কানেক্ট করলেই অন্তত তিন মাস নো চিন্তা। যত খুশি সিনেমা ডাউনলোড, অনলাইন মিউজিক, স্কাইপিং, চ্যাট, সব ফ্রি। তবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটা ছবি দেখেই জিও ব্যবহারে হাত কাপছে গ্রাহকদের। ২৭ হাজার ৭১৮ টাকার বিল। 

 

কলকাতার আইনুদ্দিন মণ্ডল। রিলায়েন্সের জিও ব্যবহার করছেন বেশ কয়েকদিন। ফ্রি অফার পেয়ে ইতিমধ্যেই ৫৫৪ জিবি ব্যবহার করে ফেলেছেন। আর এতেই বিল এসছে ২৭ হাজার টাকা। মাথায় হাত আইনুদ্দিনের। তবে রিলায়েন্স কোম্পানি এখানে কোনও ভাবেই যুক্ত নয়। কারণ, ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি জিও। বিলটি একটি কারসাজি। ফটোশপ ব্যবহার করেই এমনটা করা হয়েছে। "এই বিলটি জাল", একথা সাফ জানিয়েছেন রিলায়েন্স। 

 

 

English Title: 
Jio bill of Rs 27,718 that’s gone viral on social media
News Source: 
Home Title: 

জিও ব্যবহার করে বিল এল ২৭ হাজার টাকা!

জিও ব্যবহার করে বিল এল ২৭ হাজার টাকা!
Yes
Is Blog?: 
No