লঞ্চ হল Reliance JioFiber, দীর্ঘমেয়াদি প্ল্যানের সঙ্গে মিলবে টিভি!

দিল্লি, মুম্বই, কোলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, সুরাট, ভদোদরা, নয়ডা, গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বারাণসী, এলাহাবাদ, বেঙ্গালুরু, আগ্রা, ভাইজ্যাগ, লখনউ, জামশেদপুরের মতো শহরে আসবে জিওফাইবার পরিষেবা।

Updated By: Sep 5, 2019, 07:25 PM IST
লঞ্চ হল Reliance JioFiber, দীর্ঘমেয়াদি প্ল্যানের সঙ্গে মিলবে টিভি!

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গোটা দেশে আত্মপ্রকাশ করল Jio Fiber। ১২ অগাস্ট মুম্বইতে Reliance-এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে জানিয়ে দিয়েছিলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি।

Jio Fiber-এর সংযোগ নিতে হলে প্রথমে ২,৫০০ টাকা জমা (ডিপোজিট) করতে হবে। সংযোগ ছেড়ে দেওয়া হলে সেই টাকা ফেরত দেওয়া হবে। ১০০ এমবিপিস (Mbps) থেকে ১ জিবিপিএস (Gbps) গতির ইন্টারনেট প্ল্যান পেয়ে যাবেন গ্রাহকরা। যদিও লঞ্চের সময় ১ জিবিপিএস (Gbps) গতির ইন্টারনেট প্ল্যান পাওয়া যাবে না। মাসে ৭০০ টাকা থেকে ১০,০০০ টাকার প্যাকেজ প্ল্যানের অপশন থাকবে বলে জানিয়েছে সংস্থা। আজ থেকে দিল্লি, মুম্বই, কোলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, সুরাট, ভদোদরা, নয়ডা, গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বারাণসী, এলাহাবাদ, বেঙ্গালুরু, আগ্রা, ভাইজ্যাগ, লখনউ, জামশেদপুরের মতো শহরে আসবে জিওফাইবার পরিষেবা।

আরও পড়ুন-  এসে গেল Android 10! জেনে নিন কী ভাবে আপডেট ইনস্টল করবেন

Reliance-এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় মুকেশ অম্বানি জানান, JioFiber-এর সংযোগ নেওয়ার সময়ে দীর্ঘমেয়াদী প্ল্যান বেছে নেওয়া হলে গ্রাহককে ‘ওয়েলকাম অফার’ হিসাবে সংস্থার তরফে LED টিভি বা কম্পিউটার দেওয়া হবে। 'Jio Forever' নামের প্ল্যানেই বিনামূল্যে মিলবে ফুল এইচডি LED টিভি বা কম্পিউটার। শুধু তাই নয়, 4K সেট টপ বক্সও দেওয়া হবে বিনামূল্যে।

আরও পড়ুন-  অবিশ্বাস্য দামে ৮ জিবি RAM, আজ থেকে বিক্রি শুরু Realme 5 Pro-এর

এর আগে Jio-এর মাধ্যমে দেশের এক নম্বর মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থার স্থান দখল করেছে Reliance। সেবারে রিলায়েন্সের তুরুপের তাস ছিল বিনামূল্যে সিম ও তিন মাসের আনলিমিটেড সংযোগ। সেই পথেই এবারেও হাঁটতে চাইছে সংস্থা। একাধিক অফারের মাধ্যমে ব্রডব্যান্ড ও টেলিভিশন সংযোগের বাজার দখল করতে চাইছে Reliance। JioFiber-এর সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড ও টেলিভিশন সংযোগের মধ্যে পার্থক্য মুছে ফেলতে চাইছে Reliance। শুধু তাই নয়, Netflix ও Amazon প্রাইমের মতো নিজেদের ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিষয়েও কাজ করছে Reliance। তাছাড়া অগস্টে JioFiber-এর ঘোষণার সময়ে ফার্স্ট ডে ফার্স্ট শো নামের এক পরিষেবার কথা ঘোষণা করেন মুকেশ অম্বানি। সেখানে তিনি জানান, JioFiber-এর সংযোগের মাধ্যমে বাড়ি বসেই দেখা যাবে নতুন সিনেমা।

.