Vodafone, Idea-র পর দাম বাড়ানোর প্রস্তাব দিল মুকেশ আম্বানীর সংস্থা
দেশের অন্য়ান্য় সংস্থাগুলি দাবি করেছে, ধীরে ধীরে যাতে ডেটার দাম বাড়ানো হয়।
নিজস্ব প্রতিবেদন: Vodafone Idea-এর পর এবার ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল জিও। TRAI-কে এমনটাই জানিয়েছে মুকেশ আম্বানীর সংস্থা। প্রতি জিবি ডেটার জন্য় ১৫- ২০ টাকা করে খরচ হতে পারে, এমনটাই জানিয়েছে জিও। আগামী ৬-৯ মাসের মধ্য়েই বাড়ানো হতে পারে প্রতি জিবি ডেটার দাম। কিন্তু ডেটার দাম বাড়ালেও কল চার্চ আগের মতোই থাকছে বলে জানিয়েছে জিও।
আরও পড়ুন- আকর্ষণীয় দামে একঝাঁক দুর্দান্ত ফিচার-সহ লঞ্চ হল Realme 6 আর Realme 6 Pro
দেশের অন্য়ান্য় সংস্থাগুলি দাবি করেছে, ধীরে ধীরে যাতে ডেটার দাম বাড়ানো হয়। একলাফে দাম বাড়লে সমস্য়ায় পড়বে মধ্য়বিত্ত। জিও মার্কেটে আসার পর থেকেই দেশের বাজারে ধসে পড়েছে অন্য়ান্য় টেলিকম ব্য়বস্থাগুলি। এছাড়াও জিও ট্রাইকে জানিয়েছে, ওয়্য়ারলেস ডেটার ক্ষেত্রেই শুধু বাড়বে দাম। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ডেটার দাম যেন সঠিক ভাবে হয়ে সেই দিকেও নজর দিতে বলা হয়েছে। টেলিকম পরিষেবার দাম ধার্য হলেই, কর্পোরেট কানেকশন সেই দাম নিতে শুরু করবে।