নিজস্ব প্রতিবেদন: আচমকাই বন্ধ হয়ে গেল ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক মার্ক জুকারবার্গ মালিকাধীন সোশাল মিডিয়া সাইট। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট Downdetector.com-এর তথ্য অনুসারে মেসেঞ্জার এবং ওয়ার্কপ্লেস সহ ইনস্টাগ্রাম এবং ফেসবুক পরিষেবাগুলি কিছু সময়ের জন্য বন্ধ ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টার জন্য এই বিভ্রাট ঘটে। বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন হন সেই সময়। সোশাল মিডিয়ার এই পরিষেবাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রচুর রিপোর্টও জমা পড়ে তা নিয়ে। 


এমনকি সমস্যার সম্মুখীন হয় ইনস্টাগ্রামও। প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে না। সাময়িকভাবে বিভ্রান্ত হন অনেকেই। ফেসবুকের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, "আমরা  সকলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করেছি।" 


আরও পড়ুন, কালী ঠাকুরের ছবি বিকৃত কার্টুন পোস্টে অনুমোদন, টুইটারের বিরুদ্ধে FIR


এই ঘটনা নিয়ে মুখর হয় সোশাল মিডিয়াও। সুরক্ষা নিয়েও প্রশ্ন ওঠে। এরপর ফেসবুকের তরফে গোটা ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়। একটিন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "আমরা এই ধরনের অসুবিধার জন্য ইউজারদের কাছে ক্ষমা চাইছি"।


Downdetector.com ওয়েবসাইটটি জানিয়েছে লগ-ইন করার সময় ব্যবহারকারীরা ফেসবুক সর্বাধিক সমস্যার মুখোমুখি হয়েছিল। ইনস্টাগ্রামও কিছু সময়ের জন্য ডাউন ছিল।  লগ-ইন, রিফ্রেশ, নিউজফিড কোনও কিছুই কাজ করেনি। স্থগিত ছিল ম্যাসেঞ্জারের যাবতীয় কাজও।