ভারতে আসছে ওয়াটার রেজিস্ট্যান্ট Mi Smart Band 5; এক চার্জে চলবে ১৪ দিন!

২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে Mi লঞ্চ করতে চলেছে Smart Band 5।

Edited By: সুদীপ দে | Updated By: Sep 21, 2020, 05:53 PM IST
ভারতে আসছে ওয়াটার রেজিস্ট্যান্ট Mi Smart Band 5; এক চার্জে চলবে ১৪ দিন!

নিজস্ব প্রতিবেদন: গেজেটের দুনিয়াতে Xiaomi অত্যন্ত জনপ্রিয়। স্মার্টফোন, স্মার্ট ব্যান্ড থেকে শুরু করে একাধিক গ্যাজেট তারা নিয়ে এসেছে নিত্য দিনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে। এগুলি যথেষ্ট জনপ্রিয়ই হয়েছে। এ বার নিজেদের পরবর্তী ওয়াটার রেজিস্ট্যান্ট স্মার্ট ব্যান্ড লঞ্চ করতে চলেছে Xiaomi। ২৯ সেপ্টেম্বর ভারতের বাজারে Mi লঞ্চ করতে চলেছে Smart Band 5।

এই স্মার্ট ব্যান্ডে রয়েছে ১.১ ইঞ্চি কালার ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে পিপিজি সেন্সরের সুবিধা। ফলে হার্ট রেটের উপর সহজেই নজর রাখা সম্ভব হবে। এ ছাড়াও এতে রয়েছে স্লিপ মনিটর করার সুবিধা। আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আগাম জানা যাবে এই স্মার্ট ব্যান্ডের সাহায্যে। এই স্মার্ট ব্যান্ডে রয়েছে মাইক্রোফোন-সহ একাধিক আকর্ষণীয় সুবিধা।

আরও পড়ুন: আসছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক KRIDN! চলছে প্রি-বুকিং

একাধিক আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্ট ব্যান্ড। ২৯ সেপ্টেম্বর mi.com থেকে পাওয়া যাবে। মনে করা হচ্ছে ভারতের বাজারে এই ব্যান্ডের দাম হতে পারে ২,০০০ টাকার কাছাকাছি।

.