আমাদের দেশে এখনও কাঠের ব্রিজ আর চিনে কাঁচের!

ওয়েব ডেস্ক: চিনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। পায়ের নিচের স্বচ্ছ কাচের এই ব্রিজ মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে। দৈর্ঘ্যে ৩০০ মিটার এই ব্রিজটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। ব্রিজটি ইতিমধ্যে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কাচের উপরে যোগ ব্যায়ামের প্রদর্শনী মানুষজনকে আরও টানছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন এই ব্রিজ দিয়ে এপার- ওপর হতে। তবে একেবারে স্বচ্ছ কাচের ব্রিজ পার হতে ভয় কাজ করছে অনেকের মনেই।

লি শু ঝেন নামের একজন বলছিলেন 'যখনি আপনি নিচের দিকে তাকাবেন তখন ভয়ে আপনি কুঁকড়ে যাবেন, আবার আশে পাশে তাকালে আপনি সেই ভয় দ্রুত ভুলে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্ষ্য উপভোগ করতে থাকবন।' অন্য আর একজনের কথায়, 'এটা অসাধারণ, মনে হবে আপনি বাতাসে হেটে বেড়াচ্ছেন।' স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই ব্রিজটি দেখতে পলকা মনে হলেও এর নকশা করা হয়েছে এমন ভাবে যাতে করে দমকা বাতাস এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারে। একসঙ্গে ৮০০ মানুষের ভার নিতে পারে ব্রিজটি।

English Title: 
mirror bridge in china
News Source: 
Home Title: 

আমাদের দেশে এখনও কাঠের ব্রিজ আর চিনে কাঁচের!

আমাদের দেশে এখনও কাঠের ব্রিজ আর চিনে কাঁচের!
Yes
Is Blog?: 
No