টুইটারে 'নো' মাস্ক, কী হবে চুক্তির ভবিষ্যৎ...

মাস্কের আইনজীবীরা জানিয়েছেন যে টুইটার তার প্ল্যাটফর্মে জাল অথবা স্প্যাম অ্যাকাউন্টের তথ্যের জানায়নি। এই তথ্য কোম্পানির ব্যবসায়িক কারনে গুরুত্বপূর্ণ। 

Updated By: Jul 9, 2022, 04:14 PM IST
টুইটারে 'নো' মাস্ক, কী হবে চুক্তির ভবিষ্যৎ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারজ হচ্ছে না টুইটার। জানিয়ে দিলেন টেসলার সিইও এলন মাস্ক। মাস্কের দাবি মারজারের বিভিন্ন বিষয় লঙ্ঘন করেছে টুইটার। 

টুইটারের চেয়ারম্যান, ব্রেট টেলর মাইক্রো-ব্লগিং টুইটারে জানিয়েছেন বোর্ড সংযুক্তি চুক্তি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে। তিনি বলেন টুইটারের বোর্ড, মাস্কের সঙ্গে সম্মত হওয়া মূল্য এবং শর্তে এই মারজারর করতে আগ্রহী। 

মাস্কের আইনজীবীরা জানিয়েছেন যে টুইটার তার প্ল্যাটফর্মে জাল অথবা স্প্যাম অ্যাকাউন্টের তথ্যের জানায়নি। এই তথ্য কোম্পানির ব্যবসায়িক কারনে গুরুত্বপূর্ণ। 

মাস্কের এই সিদ্ধান্তে টুইটার এবং মাস্কের মধ্যে দীর্ঘস্থায়ী আইনি লড়াই হতে পারে। বিতর্কিত মারজার এবং অধিগ্রহণ যা সিদ্ধান্তের জন্য ডেলাওয়্যার আদালতে যায় সেখানে সাধারনত কোম্পানিগুলির মধ্যে চুক্তির জন্য নতুন আলোচনা অথবা অধিগ্রহনকারীকে লেনদেন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: Shinzo Abe: শিনজো নয়, লক্ষ্য ছিলেন অন্য কেউ! কী জানাল হত্যাকারী...

এপ্রিলের শুরুতে মাস্ক কোম্পানিতে আগ্রহ দেখানোর পরে টুইটারের শেয়ার বেড়ে যায়। কিন্তু তিনি ২৫ এপ্রিল টুইটার কেনার জন্য সম্মত হওয়ার, কিছু দিনের মধ্যেই স্টকটি কমতে শুরু করে। বিনিয়োগকারীরা অনুমান করেন মাস্ক চুক্তি থেকে সরে যেতে পারেন। শুক্রবার লেনদেনের শেষে, টুইটার মার্চের পরে সবথেকে কম দামে ট্রেড করে।

চুক্তি অনুযায়ী মাস্ককে ১ বিলিয়ন ডলার দিতে হবে টুইটারকে যদি এই মারজার সম্পূর্ণ না হয়। অন্যদিকে মাস্ক নিজে এই চুক্তি ভেঙে দিলে টাকা দিতে হবে না বলেও জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.