প্রতিবেশী সৌরজগতে খোঁজ মিলল নতুন গ্রহের
আমাদের সৌরজগতের খুব কাছে খোঁজ মিলল নতুন এক গ্রহের। পাথুরে গ্রহ। পৃথিবী থেকে অনেকটাই বড়। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এই পাথুরে গ্রহ রয়েছে একাধিক সোনার খনি, আগ্নেয়গিরি।
![প্রতিবেশী সৌরজগতে খোঁজ মিলল নতুন গ্রহের প্রতিবেশী সৌরজগতে খোঁজ মিলল নতুন গ্রহের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/31/40812-nasa31-07-15.jpg)
ওয়েব ডেস্ক: আমাদের সৌরজগতের খুব কাছে খোঁজ মিলল নতুন এক গ্রহের। পাথুরে গ্রহ। পৃথিবী থেকে অনেকটাই বড়। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এই পাথুরে গ্রহে রয়েছে একাধিক সোনার খনি, আগ্নেয়গিরি।
পৃথিবী থেকে সম্ভাব্য ২১ আলোকবর্ষ দূরে অবস্থিত অন্য সৌরজগতের HD219134b। এই গ্রহ এমনিতে খালি চোখে দেখা যায় না। ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের পাশে ভালো করে লক্ষ্য করলে ধ্রুবতারার কাছেই মিলবে HD219134b। নাসার স্টিজার স্পেস টেলিস্কোপের সাহায্যে আবিস্কার করা হয় প্রতিবেশী সৌরজগতের এই গ্রহকে।
নাসার স্পিটজার মিশনের বিজ্ঞানী মাইকেল ওয়ার্নার জানান, পরবর্তী এক দশক ধরে প্রতিবেশী সৌরজগত নিয়ে চলবে গবেষণা। তিনি আরও জানান, HD219134b পৃথিবী থেকে ১.৬ গুণ বড়। তার সূর্যকে একবার পদক্ষিণ করতে সময় লাগে মাত্র ৩ দিন।
দেখুন ভিডিও