বড় ছাড়! নতুন বছরের শুরুতেই তিন হাজার টাকা দাম কমে গেল oppo k1-এর

এই প্রথম 20,000 টাকার কম দামের কোনো স্মার্টফোন-এর ডিসপ্লে-র নীচে দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

Edited By: সুমন মজুমদার | Updated By: Jan 11, 2020, 10:42 AM IST
বড় ছাড়! নতুন বছরের শুরুতেই তিন হাজার টাকা দাম কমে গেল oppo k1-এর

নিজস্ব প্রতিবেদন : ভারতে ২০১৯ সালের শুরুতে লঞ্চ করেছিল Oppo K1. ২০২০-এর শুরুতেই ৩০০০ টাকা কমে গেল এই ফোনের দাম। ফ্লিপকার্ট ও যে কোনও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Oppo K1. এই প্রথম 20,000 টাকার কম দামের কোনো স্মার্টফোন-এর ডিসপ্লে-র নীচে দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেখে নিন Oppo K1এর নতুন দাম ও স্পেসিফিকেশন-

আরও পড়ুন-  সাতটি ক্যামেরা-র স্মার্টফোন, বাজার কাঁপাতে আসছে huawei p40 pro

১) Oppo K1 এখন পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায়। আগের দাম ছিল ১৬,৯৯০ টাকা। 
২) Oppo K1-এ থাকছে ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে।
৩) Oppo K1-এ থাকছে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। সঙ্গে থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকছে আরও ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৪) Snapdragon 660 চিপসেট থাকছে Oppo K1-এ।
৫) অপারেটিং সিস্টেম থাকছে Android 8.1 Oreo.
৬) 3,600mAh ব্যাটারি পাবেন এই ফোন-এ।
৭) 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS থাকছে Oppo K1-এ।

Tags:
.