এবার গ্রাহকদের জন্য নয়া সুযোগ নিয়ে হাজির Paytm
![এবার গ্রাহকদের জন্য নয়া সুযোগ নিয়ে হাজির Paytm এবার গ্রাহকদের জন্য নয়া সুযোগ নিয়ে হাজির Paytm](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/08/90240-paytm8-8-17.jpg)
ওয়েব ডেস্ক: এবার গ্রাহকদের জন্য নয়া সুযোগ নিয়ে হাজির Paytm। ই-ওয়ালেট অ্যাপটির নতুন অ্যান্ড্রয়েড আপডেটের সঙ্গে সঙ্গেই নয়া ফিচার্স উপভোগ করতে পারবেন Paytm গ্রাহকরা। ফোনবুক কনট্যাক্টদের টাকা পাঠানোর সুযোগ আগেই এসেছিল।এবার নতুন ফিচার্সে বন্ধুদের গিফ্ট কার্ড পাঠাতে পারবেন গ্রাহকরা। সঙ্গে লেখা যাবে পছন্দের মেসেজও।
আরও পড়ুন সবথেকে কম দামে আইফোন!
Paytm অ্যাপে 'পোস্টকার্ড' অপশনে গিয়ে এই শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন। যাঁকে পোস্টকার্ডটি পাঠানো হয়েছে, তিনি যদি ১০ দিনের মধ্যে তা গ্রহণ না করেন, তাহলে সম্পূর্ণ টাকাই আপনার ওয়ালেটে ফেরত পেয়ে যাবেন।
আরও পড়ুন ফ্লিপকার্ট বিগ ফ্রিডম সেল: আইফোন এবং অন্যান্য স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়