জিও ফ্রি ফোনের বুকিং করেছেন কি? সুযোগ ফস্কে যাওয়ার আগে জেনে নিন পদ্ধতি
ওয়েব ডেস্ক: একের পর এক ফ্রি ধামাকা অফার দেওয়ার পর এবার ফ্রি ফোন দিতে চলেছে জিও। জিও ফোন নেওয়ার সময়ে ১৫০০ টাকা কেবল জমা দিতে হবে। গ্রাহকরা যে টাকা দিচ্ছেন, তা কিন্তু ফেরতযোগ্য। তিন বছর পরে ফোন ফেরত দিলে সেই টাকা ফেরত দেওয়া হবে।
কী ভাবে বুকিং করবেন এই সস্তার ফোন?
• রিলায়েন্স জিও-র ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারেন।
• সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকশো রিলায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে প্রি বুকিং করতে পারেন।
• জিও-র নিজস্ব অ্যাপ, MyJio থেকেও প্রি-বুকিংয়ের সুবিধা রয়েছে।
জিও ফোনের প্রি বুকিং শুরু হবে ২৪ অগস্ট থেকে। সেপ্টেম্বর থেকে যে আগে আসবেন, তিনিই আগে পাবেন— এই ভিত্তিতে হাতে পাবেন গ্রাহকরা। প্রতি সপ্তাহে ৫০ লক্ষ জিও ফিচার ফোন গ্রাহকদের দেওয়াই লক্ষ্য সংস্থাটির।
জিও ৪জি ফিচার ফোন। তাতে থাকবে বড় স্ক্রিন। সমস্ত অ্যাপই ব্যবহার করা সম্ভব। ৪জি ডেটাও ব্যবহার করা যাবে। ২৪টি ভারতীয় ভাষা থাকবে সেই ফোনে। জিও ফোনে মিলবে ভয়েস কল, ফ্রি এসএমএস। জিও ফোনে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। সঙ্গে ফ্রি জিও অ্যাপস।