Redmi Go স্মার্টফোন কিনলে মিলছে ২,২০০ টাকার ক্যাশব্যাক!

এ ছাড়াও Axis Bank ক্রেডিট কার্ড থেকে Redmi Go কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ৫ শতাংশ ছাড়!

Updated By: Mar 28, 2019, 03:58 PM IST
Redmi Go স্মার্টফোন কিনলে মিলছে ২,২০০ টাকার ক্যাশব্যাক!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ১৯ মার্চ, অবিশ্বাস্য দামে নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে লঞ্চ হয়েছে Redmi–র প্রথম Android Go এডিশন স্মার্টফোন Redmi Go। ২২ মার্চ ও ২৫ মার্চ— দু’ দফায় ‘ফ্ল্যাশ সেল’-এ Redmi Go বিক্রি হয়েছে ঝড়ের গতিতে। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে Flipkart আর Mi.com-এ ফের শুরু হয়েছে ‘ফ্ল্যাশ সেল’। এই ‘ফ্ল্যাশ সেল’-এ মিলছে আর একটি বাড়তি সুবিধা। Redmi Go স্মার্টফোন কিনলে মিলছে ২,২০০ টাকার ক্যাশব্যাক! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...

১) Redmi Go-এ রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭০ শতাংশেরও বেশি।

২) ১ জিবি RAM + ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Redmi Go। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ৬ জিবি RAM-সহ লঞ্চ হল Huawei P30 Lite!

৩) Redmi Go-এ রয়েছে Android Go অপারেটিং সিস্টেম আর Snapdragon ৪২৫ (২৮ nm) চিপসেট।

৪) ছবি তোলার জন্য Redmi Go-এ রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) এই ফোনে থাকছে ৩,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) ব্লু আর ব্ল্যাক— এই দু’টি রঙে পাওয়া যাবে এই ফোন।

৭) Jio গ্রাহকরা Redmi Go কিনলে পেয়ে যাবেন অতিরিক্ত ২,২০০ টাকা ক্যাশব্যাক আর ১০০ জিবি 4G ডেটা একেবারে বিনামূল্যে! Axis Bank ক্রেডিট কার্ড থেকে Redmi Go কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ৫ শতাংশ ছাড়।

.