ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হল Redmi Note 8!

এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর দাম

Updated By: Nov 26, 2019, 12:06 PM IST
ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হল Redmi Note 8!

নিজস্ব প্রতিবেদন: শুরু হল Redmi Note 8-এর ফ্ল্যাশ সেল। Redmi Note 7-এর তুমুল জনপ্রিয়তার পর আগের ফোনটির তুলনায় আরও বেশি ভাল স্পেসিফিকেশন ও উন্নততর ফিনিশ-সহ বাজার কাঁপাচ্ছে চিনা সংস্থার এই ফোন। আর নিজেদের ট্রেন্ড বজায় রেখে ফোন দুটির দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর দাম।

Redmi Note 8-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Redmi Note 8 -এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর+ ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল লেন্স)+ ২ মেগাপিক্সেল (ম্যাক্রো লেন্স)+ ২ মেগাপিক্সেল (ডেপ্থ সেন্সর)।  সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

২) তিনটি সংস্করণে লঞ্চ হচ্ছে Redmi Note 8। ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৬ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Redmi Note 8। থাকছে Qualcomm Snapdragon 665 প্রসেসর।

৩) Redmi Note 8 ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ১৮W ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন: দাম বাড়লেও এই পদ্ধতিতে পুরনো ট্যারিফেই প্রিপেড রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা

৪) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0।

৫) থাকছে ৬.৩০ ইঞ্চি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা। ডিসপ্লে রেজোলিউশন ১০৮০x২২৮০ পিক্সেল।

৬) ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা, ৬ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১২,৯৯৯ টাকা। আজ বেলা ১২টা থেকে Amazon.in এবং Mi.com-এ Redmi Note 8-এর বিক্রি শুরু হবে।

.