ওয়েব ডেস্ক: অনলাইন শপিং সাইটগুলির মধ্যে ফ্লিপকার্টের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইন্টারন্যাশনাল এজেন্সি মর্গান স্ট্যানলির বক্তব্য অনুযায়ী, গত বছর অর্থাত্‌ ২০১৬ সালে ফ্লিপকার্টের মার্কেট ভ্যালু ছিল ৫ বিলিয়ন USD।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৭ সালে সচিন বনশল এবং বিনি বনসল ফ্লিপকার্ট প্রতিষ্ঠা করেন। তারপর থেকে দেশে ই-কমার্স সাইটগুলির মধ্যে প্রচন্ড জনপ্রিয় হয়ে ওঠে ফ্লিপকার্ট। শোনা যায়, ফ্লিপকার্ট তার উচ্চপদস্থ কর্মীদের বেশ মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে।


ডেটা প্ল্যাটফর্ম টফলারের তথ্য অনুযায়ী, ২০১৫-র এপ্রিল থেকে ২০১৬-র মার্চের মধ্যে ৬ জন কর্মীকে ১০ কোটির বেশি বেতন দিয়েছে। এবং ১০১ জন কর্মীকে ১ কোটিরও বেশি বেতন দিয়েছে। ফ্লিপকার্টের কর্মীদের মধ্যে বেতনের তালিকায় যাঁরা শীর্ষে রয়েছেন, তাঁদের বেতনের অঙ্কটা জেনে নিন-


১) মেকিন মাহেশ্বরী- বয়স ৩৬ বছর। ফ্লিপকার্টের চিফ পিউপিল অফিসার। ৮ বছরের অভিজ্ঞতা। বেতন ৩৫.৩ কোটি টাকা।


আরও পড়ুন গত বছর সবথেকে বেশি মোবাইল ব্যবহারকারী রিলায়েন্স জিও সার্চ করেছেন


২) অঙ্কিত নাগোরি- বয়স ৩১ বছর। ফ্লিপকার্টের চিফ বিজনেস অফিসার। ৪ বছরের অভিজ্ঞতা। বেতন ২১.৯ কোটি টাকা।


৩) মুকেশ বনশল- বয়স ৪১ বছর। মিন্ত্রা (Myntra)-র সহ-প্রতিষ্ঠাতা এবং ফ্লিপকার্টের CEO। বেতন ২১.৮ কোটি টাকা।


৪) সমীর নিগম- বয়স ৩৯ বছর। ১০ বছরের অভিজ্ঞতা। ফ্লিপকার্টের সিনিয়র ভিপি। বেতন ১৭.৭ কোটি টাকা।


আরও পড়ুন মেসির শেষ মুহূর্তে ফ্রিক কিক থেকে করা দুরন্ত গোলে মুখ রক্ষা হল বার্সেলোনার


৫)আমোদ মালভিয়া- বয়স ৩৫ বছর। ফ্লিপকার্টের চিফ টেকনোলজি অফিসার। ৮ বছরের অভিজ্ঞতা। বেতন ১১.৭ কোটি টাকা।


৬) রাহুল চারি- বয়স ৩৮ বছর। ফ্লিপকার্টের VP of Engineering। বেতন ১০.১ কোটি টাকা।