3D এফেক্ট নিয়ে স্মার্ট ফোনের বাজারে আসছে স্যামসুং S8

বহু প্রতিক্ষার পর অবশেষে বাজারে আসতে চলেছে স্যামসুং গ্যালাক্সি এস৮ (Samsung Galaxy S8)। নতুন বছরের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহতেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে স্যামসুং গ্যালাক্সি সিরিজের সবথেকে আপডেটেড এবং অত্যাধুনিক স্মার্ট ফোন। ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা তো রয়েছেই, এই স্মার্ট ফোনের সবথেকে আকর্ষক বিষয়টি হল থ্রি-ডি (3D) এফেক্ট। এই স্মার্ট ফোনের হোম স্ক্রিন একেবারে 'টপ টু বটম' টাচের ওপরই রাখা হয়েছে, কোনও জয় স্টিক বা বটন এতে নাও থাকতে পারে। আঙুল ছুঁইয়েই লক আনলক সিস্টেম থাকবে এই অত্যাধুনিক স্মার্ট ফোনে। যে সে টাচ নয়, এই মোবাইলে থাকবে থ্রি-ডি টাচ। আরও পড়ুন- অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে

Updated By: Jan 12, 2017, 10:49 AM IST
3D এফেক্ট নিয়ে স্মার্ট ফোনের বাজারে আসছে স্যামসুং S8

ওয়েব ডেস্ক: বহু প্রতিক্ষার পর অবশেষে বাজারে আসতে চলেছে স্যামসুং গ্যালাক্সি এস৮ (Samsung Galaxy S8)। নতুন বছরের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহতেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে স্যামসুং গ্যালাক্সি সিরিজের সবথেকে আপডেটেড এবং অত্যাধুনিক স্মার্ট ফোন। ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সলে ফ্রন্ট ক্যামেরা তো রয়েছেই, এই স্মার্ট ফোনের সবথেকে আকর্ষক বিষয়টি হল থ্রি-ডি (3D) এফেক্ট। এই স্মার্ট ফোনের হোম স্ক্রিন একেবারে 'টপ টু বটম' টাচের ওপরই রাখা হয়েছে, কোনও জয় স্টিক বা বটন এতে নাও থাকতে পারে। আঙুল ছুঁইয়েই লক আনলক সিস্টেম থাকবে এই অত্যাধুনিক স্মার্ট ফোনে। যে সে টাচ নয়, এই মোবাইলে থাকবে থ্রি-ডি টাচ। আরও পড়ুন- অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে

 

স্যামসুং গ্যালাক্সি এস৮-এই অত্যাধুনিক স্মার্টফোনে থাকবে ১০-ন্যানো স্ন্যাপড্রাগন ৮৩০'এস। চারটি রঙে এই ফোন বাজারে আসবে বলেই গ্যাজেট দুনিয়ায় খবর। তবে স্যামসুং গ্যালাক্সি এস৮-এই স্মার্ট ফোন নিয়ে বিশেষ কোনও তথ্যই দিতে চাইনি স্যামসুং। এমনকি সরকারি ভাবে কোনও ঘষোণাও করেনি মোবাইল প্রস্তুতকারক সংস্থা। তবে গ্যাজেট গুরুরা মনে করেছেন এপ্রিলের ১৮ তারিখ কিংবা ঐ সপ্তাহেই বাজারে আত্মপ্রকাশ করবে স্যামসুং গ্যালাক্সি এস৮। এই ফোনের কনসেপ্ট নিয়ে মোবাইল প্রেমীরা বেশ উৎসাহী। মনে করা হচ্ছে গোটা বিশ্বের চাহিদা অনুযায়ী ১০ মিলিয়ন গ্যালাক্সি এস ৮ বানাবে স্যামসুং।  

 

 

.