অ্যাঙ্গরি বার্ডসের নতুন চরিত্র এখন শাকিরা

অ্যাঙ্গরি বার্ডস মোবাইল গেমে এবার নতুন চরিত্রের সংযোজন। কলম্বিয়ান গায়িকা শাকিরা এখন শাকিরা বার্ড।

Updated By: Sep 18, 2015, 03:19 PM IST
অ্যাঙ্গরি বার্ডসের নতুন চরিত্র এখন শাকিরা

ওয়েব ডেস্ক: অ্যাঙ্গরি বার্ডস মোবাইল গেমে এবার নতুন চরিত্রের সংযোজন। কলম্বিয়ান গায়িকা শাকিরা এখন শাকিরা বার্ড।

শাকিরার পরিচিত ব্লন্ড লক দেখা যাবে অ্যাঙ্গরি বার্ডস গেমেও। স্পেনের বার্সালোনায় অ্যাঙ্গরি বার্ডসের কোম্পানি রেভিওর বস পিটার ভেস্তারবাকার সঙ্গে দেখা করেন শাকিরা। পিটার বলেন, "মাত্র ৫ মিনিটের মধ্যেই ঠিক করে ফেলি যে আমরা একসঙ্গে কিছু একটা করবো। ফলাফল দেখে খুশি। অসাধারণ ডিজাইন করা হয়েছে এই নতুন পাখিটিকে। শাকিরার সঙ্গে সুন্দর বন্ধুত্বও হয়েছে। ওর ভক্তের সংখ্যা প্রচুর। অ্যাঙ্গরি বার্ডসেরও ৩ বিলিয়ন কপি ব্যবহৃত হয়। তাই এই জোট যে ফলপ্রসূ হবে তা বলার অপেক্ষা রাখে না।"

ইন্সটগ্রামে নিজের শাকির বার্ড অবতারের ছবি পোস্ট করেছেন শাকিরা।

 

.