এবার শব্দ শোনা নয় দেখাও যাবে
বিজ্ঞান মানেই নতুন কোনও আবিষ্কার। অসম্ভবকে সম্ভব করা। বিজ্ঞানের কাছে বারবার হার মানতে হয়েছে মানুষের প্রচলিত বিশ্বাসকে। কখনও তার ফল ভালো হয়েছে কখনও খারাপ। কিন্তু বিজ্ঞান সবসময় মানুষের থেকে এগিয়ে থেকেছে। আরও একবার তার ক্ষমতার প্রমাণ দিল বিজ্ঞান। শব্দকে শুধু শোনা যায় এই ধারণা পাল্টে প্রমাণ করে দিল যে শব্দকে দেখাও যায়।
ওয়েব ডেস্ক: বিজ্ঞান মানেই নতুন কোনও আবিষ্কার। অসম্ভবকে সম্ভব করা। বিজ্ঞানের কাছে বারবার হার মানতে হয়েছে মানুষের প্রচলিত বিশ্বাসকে। কখনও তার ফল ভালো হয়েছে কখনও খারাপ। কিন্তু বিজ্ঞান সবসময় মানুষের থেকে এগিয়ে থেকেছে। আরও একবার তার ক্ষমতার প্রমাণ দিল বিজ্ঞান। শব্দকে শুধু শোনা যায় এই ধারণা পাল্টে প্রমাণ করে দিল যে শব্দকে দেখাও যায়।
কোরিয়ান অ্যাডভানসড ইনস্টি্টিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন একরকম চশমা আবিষ্কার করেছে যা দিয়ে দেখা যাবে শব্দকে। কানে যারা শুনতে পান না তাদের জন্য এই চশমা। সাধারণ আওয়াজের থেকে বেশি জোরে আওয়াজ হলেই চশমা থেকে একটি লেজার লাইট বেড়িয়ে দেখিয়ে দেবে কোন জায়গা থেকে আসছে আওয়াজ। ফলে যে ব্যক্তি শুনতে পাবেন না তিনি দেখতে পাবেন শব্দকে।