এত কমে এত কিছু! আজই আছে অফার

বাজারে মোবাইল ফোনের নিত্যনতুন অফার আর এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো এই প্রতিযোগীতায় কোনটা ছেড়ে কোন ফোনটি কিনবেন এতেই সময় চলে যায়, ফোন আর কেনা হয় না, অফারও যায় চলে। অ্যামাজন, ফ্লিপকার্টে ঘণ্টার পর ঘণ্টা কাটছে ফোন দেখেই কিন্তু বাজেট যা আছে তাতে যে স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে তা আপনার একেবারেই পছন্দ নয়। সব আছে আবার বাজেটেও হয়ে যাচ্ছে, এমন হলে তয় 'সোনায় সোহাগা'। ফ্লিপকার্টের বিশেষ অফার। ৬৯৯৯ টাকায় 'সব' পেয়ে যাবেন একটিই স্মার্ট ফোনে। এলিট প্লাস। ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা সোয়াইপ নিয়ে এসেছে সস্তার স্মার্ট ফোন। 

Updated By: Jun 6, 2016, 03:53 PM IST
এত কমে এত কিছু! আজই আছে অফার

ওয়েব ডেস্ক: বাজারে মোবাইল ফোনের নিত্যনতুন অফার আর এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো এই প্রতিযোগীতায় কোনটা ছেড়ে কোন ফোনটি কিনবেন এতেই সময় চলে যায়, ফোন আর কেনা হয় না, অফারও যায় চলে। অ্যামাজন, ফ্লিপকার্টে ঘণ্টার পর ঘণ্টা কাটছে ফোন দেখেই কিন্তু বাজেট যা আছে তাতে যে স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে তা আপনার একেবারেই পছন্দ নয়। সব আছে আবার বাজেটেও হয়ে যাচ্ছে, এমন হলে তয় 'সোনায় সোহাগা'। ফ্লিপকার্টের বিশেষ অফার। ৬৯৯৯ টাকায় 'সব' পেয়ে যাবেন একটিই স্মার্ট ফোনে। এলিট প্লাস। ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা সোয়াইপ নিয়ে এসেছে সস্তার স্মার্ট ফোন। 

কী কী আছে এই স্মার্ট ফোনে? চোখ বুলিয়ে নিন নীচের তালিকায়-

* ৫ ইঞ্চি ফুল এইচডি টাচ স্ক্রিন (১৯২০ X ১০৮০)
* ১.৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর
* ১৩ মেগাপিক্সেল ক্যামেরা
* সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল
* ১৬ জিবি রম
* ৬৪ জিবি পর্যন্ত মেমরি সাপোর্ট
* ১০০ জিবি পর্যন্ত ক্লাউড মেমরি 
* ৩০৫০ এমএএইচ ব্যাটারি
* অ্যান্ড্রয়েড ললিপপ
* ৪ জি ফোন 
* ডুয়াল সিম সাপোর্ট

বর্তমান সময়ে সব থেকে 'ট্রেন্ডি' এই মোবাইল ফোনটি। টুইটার থেকে ফেসবুক, এই ফোনের আলোচনায় মুখর। 

.