লন্ডনে প্রথম চালকবিহীন গাড়ি
প্রথম চালকবিহীন গাড়ি চলল লন্ডনের রাজপথে। লন্ডনের হেথ্রোতে সম্পূর্ণ আলাদা ট্রাকে চালানো হয় স্বয়ংচালিত ন্যানো গাড়ি। ওয়েস্টফিল্ড স্পোর্টসকার কতৃপক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে গ্রীনিচের প্রকাশ্য রাস্তাতেও চালানো হবে।
ওয়েব ডেস্ক: প্রথম চালকবিহীন গাড়ি চলল লন্ডনের রাজপথে। লন্ডনের হেথ্রোতে সম্পূর্ণ আলাদা ট্রাকে চালানো হয় স্বয়ংচালিত ন্যানো গাড়ি। ওয়েস্টফিল্ড স্পোর্টসকার কতৃপক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সময়ে গ্রীনিচের প্রকাশ্য রাস্তাতেও চালানো হবে।
ব্রিটিশ কোম্পানি ওয়েস্টফিল্ড স্পোর্টসকার, হেথ্রো এন্টারপ্রাইজ ও অক্সবোটিকার সহযোগিতায় তৈরি স্বয়ংচালিত পডস ব্যবহার করা হবে বিভিন্ন জায়গায় দ্রুত ডেলিভারি, ভ্যালেট পার্কিংয়ের জন্য। যদি পরিষেবা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া ইতিবাচক হয় তাহলে এর ব্যবহার আরও প্রসারিত করে হবে বলে জানান তাঁরা।
Heathrow PODs to pave the way for driverless shuttles in Greenwich: https://t.co/hP5SuLhp0Q @GATEway_TRL pic.twitter.com/sH1CKnXkB2
— yourHeathrow (@yourHeathrow) January 29, 2016