১০০ জিবি ডেটা, ৫৬ দিনের ভ্যালিডিটি মিলছে মাত্র ৩৫১ টাকায়!
এই প্ল্যানের মূল আকর্ষণ হল, দৈনিক কোনও নির্দিষ্ট ডেটা লিমিট নেই। যে দিন যেমন প্রয়োজন, সে দিন তেমন ডেটা খরচ করবেন প্রি-পেড গ্রাহক!
নিজস্ব প্রতিবেদন: ভারতের টেলিকম বাজারে এখন Jio-র একছত্র আধিপত্য! Jio-কে টেক্কা দিতে এক ঝাঁক নতুন প্ল্যান নিয়ে ভারতের টেলিকম বাজারে আত্মপ্রকাশ করেছে Vi! আসলে Vodafone Idea-ই নতুন নাম, লোগো ও প্ল্যান নিয়ে আত্মপ্রকাশ করেছে ভারতের বাজারে।
এ বার তাই সস্তায় দুর্দান্ত একটি প্ল্যান এনেছে Vi। প্রি-পেড গ্রাহকদের জন্য আনা নতুন প্ল্যানের দাম ৩৫১ টাকা। এই প্ল্যানের মূল আকর্ষণ হল, দৈনিক কোনও নির্দিষ্ট ডেটা লিমিট নেই। এক রিচার্জে একবারেই মিলবে ১০০ জিবি ডেটা। যে দিন যেমন প্রয়োজন, সে দিন তেমন ডেটা খরচ করবেন প্রি-পেড গ্রাহক!
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, IPL শুরু হয়েছে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই এই নতুন প্ল্যান আনা হয়েছে। ৩৫১ টাকার এই প্রি-পেড প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। এ বার Vi-এর অন্যান্য প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...
Vi-এর অন্যান্য প্ল্যান:
১) ২৪৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
২) ২৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ২+২ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৩) ৩৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।
৪) ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
আরও পড়ুন: ভাইরাস আক্রমণ, একাধিক অ্যাপ মুছে ফেলল গুগল, দেখে নিন তালিকা
৫) ১৪৯ টাকার প্ল্যানে মিলবে মোট ২ জিবি ইন্টারনেট ডেটা + ৩০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৬) ৩৭৯ টাকার প্ল্যানে মিলবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা + ১০০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
এ ছাড়াও রয়েছে একটি ২,৩৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের। প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড টকটাইম পাওয়া যাবে।