ওয়েব ডেস্ক: রাতে যেমন লোডশেডিং হলে মানুষ কিছুক্ষণ যেমন দিশেহারা হয়ে যায়, হোয়টাসঅ্যাপ-এর 'লোডশেডিংয়ে'ও ঠিক তেমনই হল। হয়তো তার চেয়ে বেশিই হল। কিছুক্ষণের জন্য ক্র্যাশ করে যায় হোয়াটসঅ্যাপ। এতে ব্যাহত হয় পরিষেবা। ফল দমদম থেকে দিল্লি, বেহালা থেকে বেঙ্গালুরু। সর্বত্র হাহাকার। আমেরিকা, কানাডা, জাপান, মালয়েশিয়া, কলম্বিয়া. ভারত  সহ বেশ কয়েকটি দেশে কিছুক্ষণের বন্ধ ছিল এই পরিষেবা। আর এতেই ধরাধাম যেন অন্ধকার। হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে মেসেজ পাঠালেও সেই মেসেজ 'ডেলিভার্ড' হয়নি৷ যা দেখেশুনে, হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের প্রবল ক্ষোভ উগড়ে দেন সোশ্যাল সাইটেও৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবারই তখন একটাই প্রশ্ন আরে কখন সব ঠিক হবে। সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ডাউন নিয়ে যা লেখা হল, তাতে প্রমাণ হয়ে গেল আমাদের দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে এই সমস্যা তা এখনও পরিষ্কার নয়।


হোয়াটসঅ্যাপ এখন ফেসবুকের অধীনস্থ। সেই ফেসবুকেই সবথেকে বেশি মানুষ সংস্থার সমালোচনা করতে থাকেন৷ কি কারণে এই সম্যা হয়েছিল সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।