ওয়েব ডেস্ক: একটা সময় ছিল SMS শব্দটা মানুষের কাছে অবাক করা একটা বিষয় ছিল। সেই SMS-এর এখন কদর কমেছে। এখন 'হোয়াটস আপ' বলতে ব্যবহার হয় হোয়াটস অ্যাপের। এই অ্যাপটি ছাড়া দু'চোখ অন্ধকার। কয়েক মুহূর্ত যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলেই ব্যস! চিন্তায় মাথায় হাত পড়ে যায়। ভাবুন তো, এই হোয়াটস অ্যাপ যদি আপনার ফোন থেকে একেবারে বিদায় নেয় তাহলে কী হবে?


চিন্তারই বিষয় বটে। কারণ আর কিছুদিন পর থেকেই বেশ কিছু ফোন থেকে সাপোর্ট তুলে নিচ্ছে হোয়াটস অ্যাপ। সাত বছরের জন্মদিনে এই অ্যাপের পক্ষ থেকে জানানো হয় যে, পুরনো যেসব প্ল্যাটফর্মের ব্যবহার আগের তুলনায় কমে গিয়েছে, সেইসব প্ল্যাটফর্মে হোয়াটস অ্যাপ তার ব্যবহার বন্ধ করে দেবে। ২০১৬-র শেষ থেকে আর হোয়াটস অ্যাপ পাওয়া যাবে না ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিমবিয়ান এস৬০, অ্যানড্রয়েড ২.১, ২.২ এবং উইন্ডোস ৭.১-এ।