একই চার্জার দিয়েই চার্জ হবে স্মার্টফোন ও ল্যাপটপ!Xiaomi নিয়ে এল নতুন চার্জার

Xiaomi -র নতুন চার্জার ব্যবহার করে HP, Lenovo, Apple, Dell, Samsung, Razer ও Asus -এর বিভিন্ন ল্যাপটপ চার্জ দেওয়া যাবে।

Updated By: Feb 8, 2020, 02:14 PM IST
একই চার্জার দিয়েই চার্জ হবে স্মার্টফোন ও ল্যাপটপ!Xiaomi নিয়ে এল নতুন চার্জার

নিজস্ব প্রতিবেদন : শুধু ফোনেই নয় চার্জারও  Xiaomiনিয়ে এল নতুন চমক।USB Type-C চার্জার নিয়ে এল Xiaomi।যে সব প্রোডাক্টে USB Type-C চার্জিং সাপোর্ট রয়েছে সেই সব কিছুই নতুন এই 65W চার্জার ব্যবহার করা যাবে।  সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে Xiaomi। এই চার্জার ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে চার্জ দেওয়া যাবে।ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Xiaomi।

দেখে নিন Xiaomi-এর USB Type-C চার্জারের দাম- 

চিনে নতুন Xiaomi 65W Type-C চার্জারের দাম 129 ইউয়ান ভারতে ১৩০০ টাকার মতো।

আরও পড়ুন-  জলের দরে দুরন্ত স্মার্টফোন! বাজারে এল Lava Z53, বাড়তি সুবিধা পাবেন Jio গ্রাহকরা

কোন প্রোডাক্ট চার্জ হতে কত সময় নেবে-
১) মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটে ১৩  ইঞ্চি  MacBook Pro সম্পূর্ণ চার্জ করা যাবে এই চার্জার দিয়ে।
২)  Xiaomi -র চার্জার ব্যবহার করে Apple চার্জারের থেকে ৫০ শতাংশ কম সময়ে চার্জ দেওয়া যাবে iPhone 11।
৩)  ১৫ ইঞ্চি Mi Notebook Pro ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হতে এই চার্জার সময় নেবে ২ ঘণ্টা ২৫মিনিট । 
৪)  Redmi K20 Pro চার্জ হবে ১ ঘণ্টা ৪০ মিনিটে।
৫) iPad Pro চার্জ হবে ২ ঘণ্টা ২৮ মিনিটে।

এছাড়াও Xiaomi -র নতুন চার্জার ব্যবহার করে HP, Lenovo, Apple, Dell, Samsung, Razer ও Asus -এর বিভিন্ন ল্যাপটপ চার্জ দেওয়া যাবে।

.