আগামী ২৫ এপ্রিল লঞ্চ করতে চলেছে শাওমি ৬এক্স বা শাওমি এ২। এনডিটিভি-র প্রতিবেদনে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী কী স্মার্ট বৈশিষ্ট্য মিলছে শাওমির এই নতুন ফোনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিজ্ঞাপনের স্বাদ বদল, সৌজন্যে ডিএনএ-র অগমেন্টেড রিয়্যালিটি


১) উচ্চমানের সোনি সেন্সর যুক্ত ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে শাওমি ৬এক্স বা শাওমি এ২-এ।


২) শাওমির নতুন এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম।


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?


৩) জানা গিয়েছে, একই সঙ্গে তিন রকমের বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসতে চলেছে শাওমি ৬এক্স। এক, ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম, দুই, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ফোনের বৈশিষ্ট্য অনুযায়ী দামেরও তফাত হবে।


আরও পড়ুন: 'জলের দরে' এইচডি চ্যানেল দেবে জিও!


৪) শাওমি ৬এক্স বা শাওমি এ২-এ থাকছে ২৯১০ এএমএইচ ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। তবে ফোনগুলির দাম এখনও জানা যায়নি।