সংবাদ সংস্থা:  একবার চার্জ দিলে চলবে আট দিন পর্যন্ত। এরকমই আরও অবিশ্বাস্য সব ফিচার্স নিয়ে  চিনের বাজারে এল রেডমি নোট ফাইভ। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে ফোনের সব ফিচার্স। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রেডমি ফোর এ উন্নত ভারসানটাই হল রেডমি ফাইভ এ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাওমির দাবি, এই ফোনটিতে একবার চার্জ দিলে, তা ৮ দিন পর্যন্ত চলতে পারে। তবে সব অ্যাপ একসঙ্গে চালু থাকলে, ফোনটিতে কতক্ষণ চার্জ থাকবে, সেবিষয়ে এখনও সুস্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা।


এছাড়াও এই ফিচার্সগুলি রয়েছে


৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে


রেজলিউশন ৭২০x১২৮০ পিক্সেল


ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল


রিয়ার ক্যামেরা ১৩ মেগা পিক্সেল


স্টোরেজ ১৬ জিবি


র্যাম ২ জিবি


ব্যাটারি ৪০০০mAh


চিনের বাজারে ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম ৬০০০ টাকা। খুব শীঘ্রই ভারতের বাজারে এই ফোন আসবে বলে মনে করা হচ্ছে। আর এর ব্যাটারি ব্যাকআপই গ্রাহকদের মন কাড়বে বলে আশাবাদী সংস্থা।