তারের জট থেকে মুক্তি! Wireless Charger আনছে Xiaomi, ১৯ মিনিটে ফোন ফুল চার্জ
অনেকদিন ধরেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল শাওমি।
নিজস্ব প্রতিবেদন- 4000 MAH ব্যাটারি যুক্ত ফোন হলে মাত্র ১৯ মিনিটে ফুল চার্জড। তাও তারবিহীন চার্জারে। অর্থাৎ এখন থেকে আর তারের জালে জর্জরিত হওয়ার সম্ভাবনা নেই। ফোন চার্জ হবে ওয়্যারলেস চার্জারে। এমনই একটি চার্জার লঞ্চ করল শাওমি। ৮০ ওয়াট-এর চার্জার এখন দুনিয়ার ফাস্টেস্ট ওয়ারলেস চার্জিং টেকনোলজি বলে দাবি করেছে সংস্থাটি। শাওমির তরফে দাবি করা হয়েছে, 4000 এমএএইচ ব্যাটারি মাত্র আট মিনিটে ৫০ শতাংশ চার্জ করে দিতে পারে এই চার্জার।
অনেকদিন ধরেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল শাওমি। এর আগে MI MIX 2S স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়েছিল শাওমি। সেই ফোনে 7.5 ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল। এরপর MI MIX3 ফোনে দশ ওয়াট-এর চার্জিং সাপোর্ট দেওয়া হয়। গত বছর MI 9 স্মার্টফোন লঞ্চ করার পর তাতে কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছিলে সংস্থাটি।
আরও পড়ুন- পৃথিবী ছাড়িয়ে 4G এবার চাঁদে! Nokia-র যুগান্তকারী পদক্ষেপ
শাওমি-র তরফে জানানো হয়েছে, আগামী বছর একশো ওয়াট-এর ফাস্ট চার্জিং টেকনোলজি বাজারে আনবে তারা। শাওমি তাদের আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে এই চার্জিং সিস্টেম দিতে পারে।