ওয়েব ডেস্ক: নাম নদলে যাচ্ছে জনপ্রিয় ইয়াহুর। জনপ্রিয় এই কোম্পানি পরিকল্পনা করেছে যে ইয়াহুর পরিবর্তে নাম রাখা হবে আলটাবা। কোম্পানি ভেরাইজনের সিদ্ধান্তে এবার ইয়াহুর ইমেইল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ সব বদলে যেতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন রূপে ইয়াহুকে দেখার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন-


১) ভেরাইজন পরিকল্পনা করেছে যে, এই বছর অর্থাত্‌ ২০১৭ সালের জুলাইতে ৪.৮ বিলিয়ন ডলারে ইয়াহুকে কিনে নেবে।


আরও পড়ুন এয়ারটেল, ভোডাফোনের স্পীডকে ছাপিয়ে গেল রিলায়েন্স জিও-র ডাউনলোড স্পীড


২) ইয়াহুর নতুন নাম হতে চলেছে আলটাবা (Altaba)


৩) ইয়াহুর চিফ এক্সিকিউটিভ মারিশা মেয়ার এবং সহ-প্রতিষ্ঠাতা ডেভিড ফিলো এবং আরও ৪জন বোর্ড মেম্বার গ্রুপ ছাড়লেন।


আরও পড়ুন জানেন BSF জওয়ান তেজ বাহাদুর যাদবের ফেসবুক অ্যাকাউন্টটি কে ব্যবহার করেন?