ওয়েব ডেস্ক : করফাঁকি রুখতে কড়া পদক্ষেপ। ৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন আর নয়। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। পয়লা এপ্রিলের পর থেকে লাগু হচ্ছে এই নয়া নিয়ম। কালো টাকার বিরুদ্ধে যুদ্ধ এভাবেই চলবে। বলেন অরুণ জেটলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, বেআইনি চিটফান্ড নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, লক্ষ বক্ষ গরিব মানুষ বেআইনি আর্থিক সংস্থার প্রতারণার শিকার হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নিতে চলতি অধিবেশনেই বিল আনা হবে। একই সঙ্গে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট সংশোধনের কথাও বলেছেন তিনি।


আরও পড়ুন, বাজেট ২০১৭ : স্বাধীন ভারতে প্রথম সংযুক্ত রেল বাজেট একনজরে