ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু মেক্সিকোর

ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল মেক্সিকো। নাতালে ক্যামেরুনকে এক-শূন্য গোলে হারাল তারা। মেক্সিকোর হয়ে জয়সূচক গোলটি করেন পেরেলতা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও আফ্রিকার দলকে হারাল মেক্সিকো। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো।

Updated By: Jun 14, 2014, 09:48 AM IST

ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল মেক্সিকো। নাতালে ক্যামেরুনকে এক-শূন্য গোলে হারাল তারা। মেক্সিকোর হয়ে জয়সূচক গোলটি করেন পেরেলতা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও আফ্রিকার দলকে হারাল মেক্সিকো। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো।

গ্রুপ এ-র ম্যাচে ক্যামেরুনকে এক-শূন্য গোলে হারিয়ে দিল মিগুয়েল হেরেরা-র দল। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম কোনও আফ্রিকার দলকে হারাল মেক্সিকো। স্যামুয়েল এটোদের বিরুদ্ধে খেলার শুরু থেকেই রাশ নিজেদের হাতে নিয়ে নেন স্যান্টোসরা। প্রথমার্ধে মেক্সিকোর দুটো গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মেক্সিকোর হয়ে জয়সূচক গোলটি করেন পেরেলতা। স্যান্টোসের শট ক্যামেরুন গোলকিপার আংশিক সেভ করলে ফিরতি বল থেকে গোল করে যান পেরেলতা। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে মেক্সিকোর হয়ে দশটা গোল করেছিলেন তারকা এই স্ট্রাইকার। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি। মেক্সিকোর সবুজ জার্সিতে শেষ সাতটা ম্যাচে নটা গোল করা হয়ে গেল মেক্সিকোর এই গোলমেশিনের। প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারাবার ফলে নক আউটে যাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে থাকল মেক্সিকো।

.