লস অ্যাঞ্জেলিস শহরতলিতে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিস। মৃতদের মধ্যে ভেঞ্চুরা কাউন্টির ডেপুটি শেরিফও রয়েছেন। ঘটনাস্থলে মোট ৩০ রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় এলোপাথাড়ি গুলিতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলিস শহরতলির থাউজেন্ড ওকস-এর বর্ডারলাইন নামে একটি বারে কলেজ পড়ুয়াদের পার্টি চলছিল। কয়েকশ' কলেজ পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন সেই অনুষ্ঠানে। সেখানেই ঢুকে পড়ে ১ বন্দুকবার। বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। গুলিতে এখনো পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিস। মৃতদের মধ্যে ভেঞ্চুরা কাউন্টির ডেপুটি শেরিফও রয়েছেন। ঘটনাস্থলে মোট ৩০ রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন: সেনেট দখলে রাখলেও হাউজ হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
BREAKING: NBC News Special Report: At least 11 victims, including multiple deaths, in mass shooting at bar in Thousand Oaks, California, police say. https://t.co/D4sKv3IUVD https://t.co/CggIy0iG2w
— NBC News (@NBCNews) November 8, 2018
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ১১.৩০ মিনিট নাগাদ বারে ঢোকে এক ব্যক্তি। কালো পিস্তল থেকে গুলি চালাতে শুরু করে সে।