জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাথমিক তদন্তে কারও দেহে কোন আঘাতের চিহ্ন বা সংঘর্ষের প্রমাণ মেলেনি! তাহলে কীভাবে মৃত্যু? জর্জিয়ার একটি হোটেলে পাওয়া গেল ১২ জনের দেহ। ভারতীয় মিশন তরফে জানানো হয়েছে, মৃতদের সকলেই এদেশের নাগরিক। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, বিষয়ক্রিয়াতেই ওই ১২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Tea Shop: রাত ১০টা বাজলেই বন্ধ করে দিতে হবে এলাকার সব চায়ের দোকান! চলবে না তাস-ক্যারাম-টিভিও...
ভারতীয় মিশন সূত্রে খবর, জর্জিয়ার গুদাউনি শহরের একটি রিসর্টে ওই ১২ জন ভারতীয়ের দেহ পাওয়া গিয়েছে। যদিও মৃতেরা যে ভারতীয়, তা মানতে নারাজ জর্জিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক। তাদের দাবি, মৃতের মধ্যে ১১ জন বিদেশি, আর একজন জর্জিয়ারই নাগরিক। তাঁরা সকলেই একটি ভারতীয় রেস্তোরাঁয় কাজ করতেন। ওই রেস্তোঁরারই দোতলার বেডরুমে দেহগুলি পড়েছিল। প্রাথমিক তদন্তে কার দেহের কোনও আঘাতের চিহ্ন বা সংঘর্ষে প্রমাণ মেলেনি।
ভারতীয় মিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জর্জিয়ার গুদাউনি শহরে ১২ ভারতীয় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছে মিশন। মৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করা হয়েছে। পরিবারকে সবধরনের সাহায্য করা হবে'।
আরও পড়ুন: Bangladesh: বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ, বিজয় দিবসে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ইউনূস
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)