উত্তাল ভূমধ্যসাগরে ১৩০ জন শরণার্থী নিয়ে ডুবে গেল নৌকো

ভাসমান অবস্থায় ১০ জনের মৃতদেহ উদ্ধার

Updated By: Apr 24, 2021, 02:54 PM IST
উত্তাল ভূমধ্যসাগরে ১৩০ জন শরণার্থী নিয়ে ডুবে গেল নৌকো
ছবি-রয়টার্স

নিজস্ব প্রতিবেদন: উত্তাল ভূমধ্যসাগরে ১৩০ জন শরণার্থী নিয়ে উল্টে গেল রাবারের বোট। ইতিমধ্যেই ১০ জনের ভাসমান মৃতদেহ উদ্ধার করা গিয়েছে বলে ফ্রান্সের সমাজসেবী সংস্থা SOS Mediterranee। ঐ গ্রুপের এক মুখপাত্র জানান, ৪০ জন শরণার্থীর একটি কাঠের নৌকো এখনও নিখোঁজ রয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার উত্তাল ভূমধ্যসাগরে তিনটি নৌকো বিপদের মুখে পড়ে। খবর পেয়ে ৬ ফুট ঢেউয়ের উত্তাল সমুদ্রে অভিযান চালায় ঐ সংস্থা। লিবিয়ার ত্রিপলি থেকে উত্তরপূর্বে আন্তর্জাতিক জলসীমায় সংস্থার নিজস্ব জাহাজ Ocean Viking  উদ্ধার অভিযান চালাচ্ছে। তিনটি বাণিজ্যিক জাহাজ সেটিকে সাহায্য করছে । 

আরও পড়ুন: মহাকাশ থেকে দেখা যাচ্ছে ফ্লোরিডা, মাদাগাস্কারের ছবি!

SOS Mediterranee জানিয়েছে,MY ROSE নামের বাণিজ্যিক জাহাজ প্রথমে জল থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করে। Frontex নামের বিমান ডুবতে থাকা রাবার বোটটিকে দেখতে পায়। Ocean Viking ঘটনাস্থলে পৌঁছে ১০টি মৃতদেহ উদ্ধার করে। জীবিত অবস্থায় কাউকে দেখা যায়নি।  আরেকটি বোটের এখনও পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

আরও পড়ুন:  ৫৯২ কোটি! ব্রিটেনের স্টোক পার্ক কিনে নিলেন Mukesh Ambani

দারিদ্রতার কারণে এবং যুদ্ধ থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে প্রচুর শরণার্থী প্রাণের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে। বিপদসঙ্কুল ওই পথ পাড়ি দিতে গিয়ে বহু শরণার্থী সমুদ্রে ডুবে মারা যায়। এ বছরও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সাড়ে তিনশোর বেশি শরণার্থী মারা গেছে বলে জানায় SOS Mediterranee ।

.