করোনার থাবা! চাকরি হারিয়ে বেকার হতে পারেন আড়াই কোটি মানুষ

করোনার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ( আইএলও) জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বে প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন।

Updated By: Mar 19, 2020, 10:49 AM IST
করোনার থাবা! চাকরি হারিয়ে বেকার হতে পারেন আড়াই কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদন : ২০০৮-০৯ সালে বিশ্বব্যপী আর্থিক সঙ্কটের সময় চাকরি হারিয়েছিলেন দুই কোটি ২০ লাখ মানুষ। একইরকম দুঃসময় ফিরে এসেছে আবার। বিশ্বব্যপী আর্থিক মন্দার জেরে এবারও পরিস্থিতি উদ্বেগজনক। তার উপর করোনাভাইরাসের থাবা। নতুন এই আতঙ্ক ব্যাপক প্রভাব ফেলেছে বিশ্বের বাজারে। প্রায় প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বন্ধ হচ্ছে মার্কেট, দোকানপাট, পড়ছে শেয়ার বাজারের সূচক। ২ লাখ ১৩ হাজার ৫৫৭ জন মানুষ সারা বিশ্বে করোনার আক্রান্ত হয়েছেন। প্রায় নয় হাজার মানুষ মারা গিয়েছেন। 

করোনার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ( আইএলও) জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে সারা বিশ্বে প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন। মহামারী করোনার প্রভাব স্বল্প মাত্রায় হলেও সারা বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ৮০ হাজার মানুষ। আর এই মারণ ভাইরাসের প্রভাব বেশি মাত্রায় হলে প্রায় আড়াই লাখ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে যেতে পারেন। আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেছেন, এর আগে ২০০৮-০৯ সারা বিশ্বে আর্থিক সঙ্কট দেখা দিয়েছিল। সেবার গোটা বিশ্ব একজোট হয়ে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়েছিল। এবারও সেরকমই করতে হবে।

আরও পড়ুন-  করোনা সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেনে মৃত্যু হতে পারে ২৭ লাখ মানুষের, বলছে গবেষণা

বিশ্বের শ্রমবাজারে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা। সেইসঙ্গে বিশ্ব অর্থনীতিতেও ইতিমধ্যে থাবা বসিয়েছে মহামারী করোনা। চিন থেকে আমদানি ও রপ্তানি বন্ধ হয়েছে। গোটা বিশ্বে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও International Labour Organization জানিয়েছে, সারা বিশ্ব একজোট হয়ে পরিস্থিতি সামাল দিতে নামলে অনেক মানুষ চাকরি বাঁচানো সম্ভব হতে পারে। 

.